পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়গ্রাম দিনে দুপুরে খুন হলেন ক্যাচড়া গোডাউনের মালিক - ক্যাচড়া গোডাউনের মালিক

বাছুরডোবা এলাকায় একটি ক্যাচড়া গোডাউন চালাতেন প্রদীপবাবু ৷ সঙ্গে থাকতেন মৃত্যুঞ্জয় সিংহ নামে এক কর্মচারীকে । এদিন দুপুরে ওই কর্মচারী বাড়িতে খাবার খেতে যায় । বাড়িতে থাকাকালীনই তাকে ফোন করে জানানো গোডাউনের মালিকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে গোডাউনের মধ্যে । খবর পেয়ে তৎক্ষনাৎ গোডাউনে পৌছান মৃত্যুঞ্জয় ।

ঝাড়গ্রাম দিনে দুপুরে খুন হলেন ক্যাচড়া গোডাউনের মালিক
ঝাড়গ্রাম দিনে দুপুরে খুন হলেন ক্যাচড়া গোডাউনের মালিক

By

Published : May 7, 2021, 9:27 AM IST

ঝাড়গ্রাম, 7মে : দিনে দুপুরে খুন ঝাড়গ্রামে ৷ হাম্বার দিয়ে মাথা থেতলে খুন করা হল একটা ক্যাচড়া গোডাউনের মালিকের । বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের বাছুটডোবা এলাকার ঘটনা । মৃত ব্যক্তির নাম প্রদীপ চট্টোপাধ্যায় ৷ বয়স 68 বছর ।

জানা গিয়েছে, বাছুরডোবা এলাকায় একটি ক্যাচড়া গোডাউন চালাতেন প্রদীপবাবু ৷ সঙ্গে থাকতেন মৃত্যুঞ্জয় সিংহ নামে এক কর্মচারীকে । এদিন দুপুরে ওই কর্মচারী বাড়িতে খাবার খেতে যায় । বাড়িতে থাকাকালীনই তাকে ফোন করে জানানো গোডাউনের মালিকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে গোডাউনের মধ্যে । খবর পেয়ে তৎক্ষণাৎ গোডাউনে পৌছান মৃত্যুঞ্জয় । খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে । পাঠানো হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ।

মৃত্যুঞ্জয় বলেন," দুপুর 1 টা 40 নাগাদ আমি বাড়ি গিয়েছিলাম খাওয়ার জন্য । বাইরে থেকে একটি গাড়ি মাল নিতে আসার কথা ছিল । তারা আমাকে ফোন করে জানায় গোডাউনে মালিকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে । তাই তারা মাল না নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে । এসে দেখি গোডাউনের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেহটি ।"

আরও পড়ুন :নাম লিখিয়েও ভ্যাকসিন পেলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা

প্রদীপ চট্টোপাধ্যায়ের মেয়ে নার্সিংয়ের ছাত্রী মেঘনা চট্টোপাধ্যায় বলেন , "গোডাউনের কর্মচারী বাড়িতে এসে মাকে বলেন বাবা গোডাউনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । আমরা সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখি বাবা পড়ে রয়েছে । " মেঘনা আক্ষেপের সঙ্গে জানিয়েছে, বাবা খুবই ভাল মানুষ ছিলেন ৷ বাবার সঙ্গে কারও কোন শত্রুতা ছিল না । কে এ ঘটনা ঘটিয়েছে তাও জানা নেই তাঁদের । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details