ঝাড়গ্রাম, 2 ডিসেম্বর: নদীর পাড়ে খেলার সময় খাদানের বালিতে চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের । ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে লালগড় থানার ধামরো গ্রামের ঘটনা (Teenager Dead by buried in sand at Lalgarh) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম অভিজিৎ সর্দার (13) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিল অভিজিৎ । প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকেলেও গ্রামের অন্যান্য বাচ্চাদের সঙ্গে কংসাবতী নদীর পাড়ে খেলছিল অভিজিৎ । ওই সময় খাদানের পাশে থাকা গর্তে হঠাৎই বালির ধস নেমে যায় । যার ফলে বালির মধ্যে চাপা পড়ে যায় অভিজিৎ । তারপর বালি খাদানে থাকা মেশিন দিয়ে বালি তোলা হলেও খোঁজ মেলেনি কিশোরের ।