ঝাড়গ্রাম, 30 জুন: হুল দিবসে ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সেখানে শুভেন্দু অধিকারি বলেন, "লালগড়ের মানুষ, নেতাইয়ের মানুষ, রামগড়ের মানুষ যদি বিপদে পড়ে তবে আপনাদের বন্ধু শুভেন্দু অধিকারী আপনাদের কাছে পৌঁছে যাবে ৷" পার্থবাবু বলেন, "হুল বীর শহিদদের সংগ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত ৷"
মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কেচন্দা গ্রামের কেচন্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হুল দিবস পালিত হয় ৷ শিক্ষামন্ত্রী পতাকা উত্তোলন করেন ৷ প্রথমে ঝাড়গ্রাম রেঞ্জ অফিসের অকশন হলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপর মূল অনুষ্ঠানে যোগ দেন ৷ জেলাশাসকের অফিসে সিধহো-কানু হলে বক্তৃতা দেন শিক্ষামন্ত্রী ৷ আদিবাসী শিল্পীদের ধামসা-মাদল উপহার দেন পরিবহন মন্ত্রী ৷ আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় ৷ বুধবারও জেলাশাসকের অফিসের সিধহো-কানু হলে অনুষ্ঠিত হবে হুল দিবসের দ্বিতীয় দিনের অনুষ্ঠান ৷ বাসিন্দারা কেচন্দা স্কুলের মাঠে অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদ করায় সেখানেই হবে অনুষ্ঠান ৷