ঝাড়গ্রাম, 25 সেপ্টেম্বর :কোনও কোচিং নেননি ৷ সরে থেকেছেন সোশ্যাল মিডিয়ার ছোঁয়াচ থেকেও ৷ প্রতিদিন নিয়ম করে অন্তত 11 ঘণ্টা পড়াশোনা করে গিয়েছেন ৷ এই কঠোর অধ্যাবসায়েরই ফল পেয়েছেন 26 বছরের শুভঙ্কর বালা ৷ ঝাড়গ্রামের বাসিন্দা এই যুবকই এবছরের ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায় 79তম স্থান দখল করেছেন ৷
আরও পড়ুন :UPSC Result : ইউপিএসসির মেধা তালিকায় প্রথম দুশোর মধ্যে রাজ্যের তিন, শীর্ষে ঝাড়গ্রামের শুভঙ্কর বালা
শুভঙ্করের বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে ৷ ছোট থেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন করেছেন তিনি ৷ ঝাড়গ্রাম কেকেআই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান বেঙ্গালুরু ৷ 2017 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেই বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন শুভঙ্কর ৷ চাকরির পাশাপাশিই চলে পড়াশোনা ৷ 2019 সালে প্রথম ইউপিএসসি পরীক্ষা দেন তিনি ৷ সেবার প্রিলি-তে পাস করলেও মেইনে উত্তীর্ণ হতে পারেননি শুভঙ্কর ৷ তাতে অবশ্য হাল ছাড়েননি তিনি ৷ স্থির করেন, আরও ভাল করে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসবেন ৷ পড়াশোনায় যতটা বেশি সম্ভব সময় বরাদ্দ করার জন্য বেঙ্গালুরুর চাকরি ছেড়ে দেন শুভঙ্কর ৷ 2019 সালেই দিল্লি চলে যান তিনি ৷ ঘর ভাড়া নিয়ে শুরু করে ইউপিএসসির প্রস্তুতি ৷ 2020 সালে আবারও পেরিয়ে যান প্রিলির গণ্ডি ৷ বসেন মেইন-এ ৷ পাস করেন 79তম স্থানে ৷
শুভঙ্করদের আদি বাড়ি গোপীবল্লভপুরের শাশড়ায় ৷ শুভঙ্করের বাবা রাজনারায়ণ বালা পেশায় সরকারি হাসপাতালের হোমিওপ্যাথিক চিকিৎসক ৷ এখন অবসর নিয়েছেন ৷ শুভঙ্করের দুই দিদি রয়েছেন ৷ তিন ভাইবোন যখন ছোট, তখন থেকেই তাদের পড়াশোনার খরচ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন রাজনারায়ণ ৷ তিন সন্তানের পড়াশোনার খরচ জোগাতেই গ্রামের জমি, বাড়ি বিক্রি করে দেন তিনি ৷ পরিবার নিয়ে উঠে আসেন ঝাড়গ্রামের একটি ভাড়া বাড়িতে ৷ তবে বদলির চাকরিতে ছেলেমেয়েদের তেমন সময় দিতে পারতেন না রাজনারায়ণ ৷ সংসার সামলে সেই দায়িত্ব পালন করেন শুভঙ্করের মা ছবি বালা ৷