ঝাড়গ্রাম, 16 মে: বাড়ি থেকে ফাইনাল পরীক্ষা দিতে বেরিয়েছিলেন ৷ রাস্তায় পাড়ার এক ব্যক্তি তাঁদের বাড়িতে কারেন্ট না থাকার কথা বলেন ৷ তারপরই বৈদ্যুতিক খুঁটিতে উঠে বাড়ির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল পরীক্ষার্থীর । নাম সুজন সরেন (19)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের আউশপাল গ্রামে । মৃত ছাত্র সুজন সরেন চন্দ্রী চন্দ্রশেখর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর একতাল হাইস্কুলে ইলেকট্রিক হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর বাইন্ডিংয়ের ছ'মাসের একটি ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছিলেন । আজ সেই কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল ।
এদিন পরীক্ষা দেওয়ার জন্য সময় মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েন সুজন । পরীক্ষা দিতে যাওয়ার সময় গ্রামের এক ব্যক্তি তাঁকে বলে কালবৈশাখী ঝড়ের কারণে তাঁদের বাড়িতে কারেন্ট নেই । সুজন মাঝে মধ্যেই ওয়্যারিংয়ের কাজ করতেন । সেই কারণে সেদিনের ঘটনা শুনেই তিনি বৈদ্যুতিক পিলারে উঠে যান লাইন ঠিক করার জন্য । সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ।
বৈদ্যুতিক খুঁটির উপরেই ঝুলে থাকে সুজনের নিথর দেহ । তাঁর মৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ ও সুজনের পরিবার ৷ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সামাজিক সংগঠনের মানুষজনরা । ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার এবং ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য । বিদ্যুৎ দফতরের ঝাড়গ্রামের ডিভিশনাল ম্যানেজার মৌমিত মাঝি বলেন, "বিদ্যুৎ দফতরের খুঁটি কিংবা অন্য কোনও সম্পত্তিতে বিদ্যুৎ দফতরের অথরাইজ পার্সন ছাড়া কেউ উঠে কাজ করতে পারেন না । ওই এলাকায় বিদ্যুতের কোনও সমস্যা রয়েছে বলে আমাদের দফতরে জানানো হয়নি । আমাদের জানানো হলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতাম । ঘটনার পর থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে ওই এলাকায় ।
একতাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোভন সিট বলেন, "ইলেকট্রিক হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর বাইন্ডিংয়ের ছ'মাসের ভোকেশনাল কোর্সের আজ ফাইনাল পরীক্ষা ছিল । সকাল 11টায় পরীক্ষা শুরু হয় । সুজন সরেন পরীক্ষায় আসতে পারেনি । পরে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে । ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত । সুজন খুব ভালো ছাত্র ছিল ।"
আরও পড়ুন :পায়ে পায়েই চার্জ হবে মোবাইল! 'স্মার্ট শু' বানিয়ে চমক চন্দননগরের সৌভিকের