ঝাড়গ্রাম, 7 মে: কলকাতা-মুম্বই 6 নম্বর জাতীয় সড়ক ৷ রবিবার সকালে হঠাৎ করে ঝাড়গ্রাম জেলার লোধাশুলির মোহনপুর বাসস্ট্যান্ডের এই জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য থেমে গেল যান চলাচল ৷ কিন্তু কেন ? জানলা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকাতেই আসল কারণ বোঝা গেল ৷ শাবক-সহ তখন রাস্তা পারাপার করছে 60-70 গজরাজের দল । জানা গিয়েছে , জাতীয় সড়কের দক্ষিণ ঠিক অর্থাৎ মোহনপুরের জঙ্গল থেকে হাতির দলটি উত্তর দিকে লোধাশুলির জঙ্গলে ঢুকে পড়েছে । বর্তমানে লোধাশুলি রেঞ্জের লোধাশুলি বিটের ছোটমেটিয়া ও নেকড়াবিন্ধা এই গ্রামের কাছে হাতির দলটি রয়েছে । এদিকে এলাকায় হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আম ,কাজু ও লিচু বাগানের মালিকরা ।
কারণ লোধাশুলি বিটের শালবনি এলাকায় বড় বড় কাজু এবং আমের বাগান রয়েছে । হাতির দলটি একবার বাগানে ঢুকে গেলে ফল না শেষ হওয়া পর্যন্ত কোনওমতেই বেরোতে চাইবে না বলে দাবি বাগান মালিকদের । খড়গপুর বন বিভাগের অন্তর্গত কলাইকুন্ডা রেঞ্জে কলাইকুন্ডা, বারডাঙা, সাঁকরাইল এই সমস্ত বিটে সাঁকরাইল ব্লকের মধ্যে বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল হাতির দলটি । অনেক বেশি হাতি থাকাই দলটি দুই থেকে তিনটি দলে বিভক্ত হয়ে পড়ে । শনিবার গভীর রাত থেকে হাতির দলটিকে ড্রাইভ করা শুরু করে বনদফতর ।