ঝাড়গ্রাম, 2 অক্টোবর : ঝাড়গ্রাম শহরেও এবার চালু হল শ্রমজীবী ক্যান্টিন । মাত্র 20 টাকায় এই ক্যান্টিনে মিলবে মাংস-ভাত । সঙ্গে সবজি ও মিষ্টি । ঝাড়গ্রাম জেলা CPI-এর উদ্যোগে এই ক্যান্টিন চালু করা হয়েছে । এই ক্যান্টিনের উদ্বোধন করেন অভিনেতা বাদশা মৈত্র, বিমল চক্রবর্তী ও CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ।
ঝাড়গ্রামেও শ্রমজীবী ক্যান্টিন, উদ্বোধন করলেন বাদশা মৈত্র
বৃহস্পতিবার 200 জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল । প্রতিদিন 20 টাকার বিনিময়ে কুপন দেওয়া হবে সকাল 9 টা থেকে 11 টা পর্যন্ত । দুপুর 1টা থেকে খাবার দেওয়া হবে ।
বৃহস্পতিবার 200 জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল । প্রতিদিন 20 টাকার বিনিময়ে কুপন দেওয়া হবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত । দুপুর 1টা থেকে খাবার দেওয়া হবে । যাঁদের 20 টাকা দেওয়ার সামর্থ্য নেই তাঁদের বিনামূল্যে খাবার দেওয়া হবে । ভাতের সঙ্গে দু’রকম তরকারির ব্যবস্থা করা হবে । এছাড়াও ডিম, মাংসের ব্যবস্থাও থাকবে । তবে একজনকে দু’টির বেশি কুপন দেওয়া হবে না ।
এই কর্মসূচিতে ছিলেন CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ রানা, CPI -এর ট্রেড ইউনিয়নের রাজ্য সম্পাদক বিপ্লব ভট্ট । বাদশা মৈত্র বলেন, "এই পরিস্থিতিতে মানুষের কাজ নেই । এই শ্রমজীবী ক্যন্টিন আপদকালীন সুরাহা দেবে ।"