ঝাড়গ্রাম, 20 অগস্ট: ট্রাক্টরের কিস্তি দেওয়ার জন্য ফাইন্যান্সের এজেন্টকে বাড়িতে ডাকেন বাবা ৷ এরপর সেই কিস্তির টাকাই রাস্তায় ফিল্মি কায়দায় ছিনতাই করল ট্রাক্টরের মালিকের ছেলে (Son robbed father installment money in Filmy style)। ঘটনার 48 ঘণ্টার মধ্যে 'গুণধর' ছেলকে গ্রেফতার করল পুলিশ ।
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত রাজপাহাড়ি এলাকায় । জানা গিয়েছে, রাজপাহাড়ি এলাকার বাসিন্দা দীপঙ্কর জানা ও তাঁর স্ত্রী অঞ্জুরানি জানার নামে একটি ট্রাক্টর কিনেছিল । দীর্ঘ কয়েক মাস ধরে সঠিক সময়ে ট্রাক্টরের কিস্তি না-দেওয়ায় প্রায় 54 হাজার টাকা বাকি পড়ে থাকে ।
কিস্তির জন্য হামেশাই এজেন্টরা ফোন করতেন । সেই মত 17 অগস্ট নয়াগ্রাম থানার অন্তর্গত রাজপাহাড়ি এলাকায় দীপঙ্কর জানার বাড়িতে ট্রাক্টরের কিস্তি দেওয়ার জন্য সুদীপ শীল নামে এক এজেন্ট যায় । দীপঙ্কর জানা সুদীপ শীলের হাতে 48 হাজার টাকা কিস্তি জমা দেন এবং বাকি টাকা পরে দেবে বলে আশ্বাস দেন । সেই মতো টাকা নিয়ে ফেরার পথে রাজপাহাড়ি গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গভীর জঙ্গলের মধ্যে এজেন্ট সুদীপ শীলের বাইক থামায় এক যুবক । সুদীপ কিছু বুঝে ওঠার আগেই তাঁর মাথায় বাঁশ দিয়ে মারে ওই যুবক । সুদীপ বাইক থেকে পড়ে যায় । সেই অবস্থায় সুদীপকে মারধর করে তাঁর ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতরের দিকে পালিয়ে যায় ওই যুবক ।
দুষ্কৃতী যখন জঙ্গলে চলে যায় তখন তাঁর সঙ্গে আরও একজনকে দেখা যায় । ঘটনাস্থল থেকে কোনোক্রমে সুদীপ রক্ষা পেয়ে গ্রামের দিকে চলে আসে । কিছুক্ষণ পরে ঘটনাটি তিনি সকলকে জানান । সেই মতো নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ । অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে নয়াগ্রাম থানার পুলিশ ।