ঝাড়গ্রাম, 3 জুন : রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্যে পঙ্গপালের হানা ইতিমধ্যেই আতঙ্ক তৈরি করেছে । এবার ঝাড়গ্রামে পঙ্গপাল জাতীয় পোকার দেখা মেলায় চিন্তায় জেলার পশ্চিম মেদিনীপুর জেলার চাষিরা । বন বিভাগে খবর দিলে তারা জানায়, এই পোকা পঙ্গপাল প্রজাতিরই । তবে, উত্তর-পশ্চিম ভারতে যে পঙ্গপাল হানা দিয়েছে সেই প্রজাতির থেকে ছোটো ।
ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে অজয় দে নামে এক ব্যক্তির চাষজমির শালগাছে দেখা যায় পঙ্গপাল জাতীয় পোকা। গত চারদিন ধরে সেই পোকা ওই বাগানে ঘুরে বেড়াচ্ছে । খেয়ে ফেলেছে লাউ, কুমড়ো, লঙ্কা, পুঁই গাছের পাতা । যাতে শুকিয়ে যাচ্ছে গাছগুলি । বিষয়টি নিয়ে গতকাল বনবিভাগকে জানান অজয় দে । বনবিভাগের কর্মীরা পোকাগুলি দেখে জানান, এগুলি পঙ্গপাল প্রজাতিরই । তবে এবিষয়ে জেলা প্রশাসন নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি । এদিকে, প্রাণীবিদ্যার এক অধ্যাপক জানান, এটা পঙ্গপাল নয় । গতকাল বিকেলে জোড়াশাল গ্রামে যান সাঁকরাইলের BDO মিঠুন মজুমদার ও কলাইকুন্ডা রেঞ্জের বনকর্মীরাও । তাঁরাও বিষয়টি খতিয়ে দেখেন ।