ঝাড়গ্রাম, 2 জুলাই: চলতি বছরের শুরু থেকেই মাও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জঙ্গলমহল জুড়ে । প্রতিদিন সকাল হলেই উদ্ধার হচ্ছিল মাও নামাঙ্কিত পোস্টার । মাওবাদীদের ডাকা বনধও সফল হতে দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল জেলা পুলিশ প্রশাসনের । বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে জেলা পুলিশ । তদন্তে নেমে ছয় জন ভুয়ো মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ (six arrested Maoist Poster incident in Jhargram)।
শনিবার সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা । তিনি বলেন, "গত মার্চ, এপ্রিল ও মে মাসে এই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । বিনপুর থানার অন্তর্গত মালাবতি থেকে 4 এপ্রিল এবং ভান্ডারু, মোহনপুর, লালডাঙ্গা ও হাডদা এবং বাঁকুড়ার বর্ডারের বক্সী এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । প্রথম থেকে আমাদের দাবি ছিল, এই এলাকায় কোন মাওবাদী স্কোয়াড নেই । মে মাসে তদন্তের মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয় । পরে আরও দুজনকে সাঁকরাইল থেকে গ্রেফতার করা হয় । জুন মাসের শেষের দিকে মাওবাদীদের নাম করে পোস্টারের মাধ্যমে কিছু ডিমান্ড করা হয় । ওই পোস্টারে মাওবাদী লেখা ছিল না, কিন্তু মাওবাদীদের অন্য একটি সংগঠনের নাম লেখা ছিল । আমরা এটার উপরেও তদন্ত শুরু করি, কিন্তু আমাদের প্রথম থেকে ধারণা ছিল যে এটা কোন মাওবাদী স্কোয়ার্ড-এর কাজ নয়, কিছু স্বার্থান্বেষী বা লোভী মানুষ এই কাজগুলি করছে । তদন্তের মাধ্যমে আমরা গতকাল ছয়জনকে গ্রেফতার করেছি । এর মধ্যে 5 জন সরাসরি মাওবাদী নামাঙ্কিত পোস্টার এর সঙ্গে যুক্ত ।"