ঝাড়গ্রাম, 10 জানুয়ারি: করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়াবাড়ি রুখতে কড়া বিধিনিষেধ আরোপ হয়েছে ঝাড়গ্রাম পৌর এলাকায় (Covid Restrictions in Jhargram) ৷ কার্যত লকডাউনের পুরনো স্মৃতি উস্কে সোমবার সকাল থেকেই বন্ধ রয়েছে এই পৌর এলাকার সমস্ত দোকান-বাজার, সরকারি-বেসরকারি অফিস ৷ সকাল 6 টা থেকে রাত দশটা পর্যন্ত এই বিধিনিষেধ জারি হয়েছে ৷ ছাড় দেওয়া হয়েছে শুধু জরুরি পরিষেবা, হাসপাতাল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, পেট্রোল পাম্পকে ৷ ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি রাস্তার মোড়েই পড়েছে পুলিশের ব্যারিকেড ৷ বিধিনিষেধ কেমন মানা হচ্ছে তা নিজেই এদিন গাড়ি চালিয়ে খতিয়ে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাত ৷
Covid Restrictions in Jhargram : কেমন মানা হচ্ছে বিধিনিষেধ, নিজেই গাড়ি চালিয়ে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক - SDO of jhargram in inspection to assure covid restrictions
করোনা রুখতে ঝাড়গ্রাম শহরে কড়া বিধিনিষেধ, পরিদর্শনে মহাকুমা শাসক (SDO of jhargram in inspection to assure covid restrictions)
আরও পড়ুন : নবদ্বীপে করোনা নিয়ে সতর্কীকরণ গানে বিকোচ্ছে ঝালমুড়ি
রাস্তার মোড়ে মোড়ে যে সব পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন, তাঁদের থেকে পরিস্থিতির খোঁজ নেন তিনি ৷ গাড়ি চালিয়ে সবজি বাজারেও পৌঁছে যান তিনি ৷ কোন কোন জায়গায় স্যানিটাইজেশন করতে হবে সাফাই কর্মীদের সেই নির্দেশ দেন ৷ মহকুমা শাসক বলেন, "করোনা পরিস্থিতিতে যাতে গাড়িতে কম লোক থাকে তার জন্য আমি একজনকে সঙ্গে নিয়ে বেরিয়েছি । আমি নিজে গাড়ি চালাতে জানি, ড্রাইভিং লাইসেন্স রয়েছে । তাই নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছি, যাতে কম লোকের সংস্পর্শে আসতে পারি ।"