পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Restrictions in Jhargram : কেমন মানা হচ্ছে বিধিনিষেধ, নিজেই গাড়ি চালিয়ে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক - SDO of jhargram in inspection to assure covid restrictions

করোনা রুখতে ঝাড়গ্রাম শহরে কড়া বিধিনিষেধ, পরিদর্শনে মহাকুমা শাসক (SDO of jhargram in inspection to assure covid restrictions)

Covid Restrictions in Jhargram
কেমন মানা হচ্ছে বাধানিষেধ, নিজেই গাড়ি চালিয়ে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক

By

Published : Jan 10, 2022, 6:29 PM IST

ঝাড়গ্রাম, 10 জানুয়ারি: করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়াবাড়ি রুখতে কড়া বিধিনিষেধ আরোপ হয়েছে ঝাড়গ্রাম পৌর এলাকায় (Covid Restrictions in Jhargram) ৷ কার্যত লকডাউনের পুরনো স্মৃতি উস্কে সোমবার সকাল থেকেই বন্ধ রয়েছে এই পৌর এলাকার সমস্ত দোকান-বাজার, সরকারি-বেসরকারি অফিস ৷ সকাল 6 টা থেকে রাত দশটা পর্যন্ত এই বিধিনিষেধ জারি হয়েছে ৷ ছাড় দেওয়া হয়েছে শুধু জরুরি পরিষেবা, হাসপাতাল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, পেট্রোল পাম্পকে ৷ ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি রাস্তার মোড়েই পড়েছে পুলিশের ব্যারিকেড ৷ বিধিনিষেধ কেমন মানা হচ্ছে তা নিজেই এদিন গাড়ি চালিয়ে খতিয়ে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাত ৷

আরও পড়ুন : নবদ্বীপে করোনা নিয়ে সতর্কীকরণ গানে বিকোচ্ছে ঝালমুড়ি

রাস্তার মোড়ে মোড়ে যে সব পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন, তাঁদের থেকে পরিস্থিতির খোঁজ নেন তিনি ৷ গাড়ি চালিয়ে সবজি বাজারেও পৌঁছে যান তিনি ৷ কোন কোন জায়গায় স্যানিটাইজেশন করতে হবে সাফাই কর্মীদের সেই নির্দেশ দেন ৷ মহকুমা শাসক বলেন, "করোনা পরিস্থিতিতে যাতে গাড়িতে কম লোক থাকে তার জন্য আমি একজনকে সঙ্গে নিয়ে বেরিয়েছি । আমি নিজে গাড়ি চালাতে জানি, ড্রাইভিং লাইসেন্স রয়েছে । তাই নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছি, যাতে কম লোকের সংস্পর্শে আসতে পারি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details