ঝাড়গ্রাম, 23 এপ্রিল : অন্ধকারে সাঁওতালি মাধ্যমের খুদে পড়ুয়ারা । অবিলম্বে সাঁওতালি মাধ্যমে উচ্চ প্রাথমিক বিদ্যালয় চালুর দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে নামল সাঁওতালি মাধ্যমে কচি পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা ৷ শুক্রবার ঝাড়গ্রামের জামবনি ব্লকের শাবলমারা গ্রামে শাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে এমনটাই ঘটেছে । গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলটির প্রধান শিক্ষকের উপস্থিতিতেই স্কুলের দরজায় তালা লাগিয়েছেন আদিবাসী অভিভাবকরা (Santali Medium Education problem in Sabalamara Primary School in Jhargram) ৷
জানা গিয়েছে, শাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের পাশাপাশি সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে । বাংলা মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণির পরীক্ষায় পাশ করে উচ্চ প্রাথমিকের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে । তবে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হলেও উচ্চ প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোথাও ভর্তি হতে পারেনি ।
ডিপিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে জেলাশাসক সকলের কাছেই সাঁওতালি মাধ্যমে উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরির আবেদন জানিয়ে বহুবার দরখাস্ত দিয়েছেন অভিভাবকরা । তাঁদের দাবি, শাবলমারা প্রাইমারি স্কুলের পাশেই শাবলমারা জুনিয়র হাইস্কুল তৈরির কথা ছিল, যা আজও হয়ে ওঠেনি ।