ঝাড়গ্রাম, 30 এপ্রিল:সাঁওতাল মহাকবি সাধু রামচাঁদ মুর্মুর 135তম জন্মবার্ষিকী উদযাপিত হল ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে ৷ রবিবার সকালে সাধু রামচাঁদ মুর্মুর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হয় । ইন্ডিজেনাস পিপিলস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত খেরওয়াল সোরেন (কালিপদ সোরেন) । এছাড়াও উপস্থিত ছিলেন, ইন্ডিজেনাস পিলিপস ডেভলপমেন্ট সোসাইটির সম্পাদক উপেন্দ্রনাথ সোরেন ।
এছাড়াও এই সাঁওতাল মহাকবিকে শ্রদ্ধা জানাতে এদিনের অনুষ্ঠানে যোগ দেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত নিরঞ্জন হাঁসদা , গুরুপদ মুর্মু , অতুল হাঁসদা , পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের সদস্য রবীন্দ্রনাথ সোরেন প্রমুখ ৷ উল্লেখ্য, 1304 বঙ্গাব্দের 16 বৈশাখ ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বিনপুর 2 নম্বর ব্লকের শিলদা এলাকার কামারবাঁধি গ্রামে জন্মগ্রহণ করেন সাঁওতালি সমাজের মহাকবি সাধু রামচাঁদ মুর্মু । সাঁওতালি সমাজের উন্নয়নের কথা ভেবে তিনি একাধিক গান ,সাহিত্য, কবিতা রচনা করেছেন । ছোট থেকেই এই মহাকবি মেধাবী ছাত্র ছিলেন ।