ঝাড়গ্রাম, 9 অগস্ট : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার পথ অবরোধ করলেন লালগড় ব্লকের বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের ধানঘোরী গ্রামের বাসিন্দারা । এদিন সকাল 9টা থেকে রাস্তার উপরে গাছের ডাল ফেলে অবরোধ শুরু করেন তাঁরা । অবরোধে সামিল হন গ্রামের মহিলারাও ।
গ্রামবাসীদের অভিযোগ, লালগড় যাওয়ার পিচ রোড থেকে ধানঘোরী গ্রাম ঢোকার প্রায় এক কিলোমিটার মোরাম রাস্তা হাঁটাচলা করার অযোগ্য হয়ে উঠেছে । রাস্তায় সবসময় হাঁটুসমান কাদা । রাস্তা দিয়ে যানবাহন চলাচল দূরের কথা, সাধারণ মানুষও হাঁটাচলা করতে পারে না । পঞ্চায়েত অফিসে রাস্তা সংস্কারের জন্য বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । তাই, এদিন রাস্তা অবরোধ শুরু করেন গ্রামবাসীরা । অবরোধের জেরে ঝাড়গ্রাম লালগড় রাস্তা বন্ধ হয়ে যায় । ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।