পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লরির ধাক্কায় মৃত বাইক আরোহী মাধ্যমিক পরীক্ষার্থী - ঝাড়গ্রাম

বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর ৷ নাম বিবেকানন্দ মাহাত ৷ জামবনী থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামেটিয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ উলটো দিক থেকে একটি ইট বোঝাই গাড়ি এসে মুখোমুখি ধাক্কা মারে বাইকটিতে ৷ ঘটনাস্থানেই মারা যায় ওই পরীক্ষার্থী ৷

Road Accident
পথ দুর্ঘটনা

By

Published : Feb 26, 2020, 11:20 PM IST

জামবনী, 26 ফেব্রুয়ারি : পরীক্ষা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর । জামবনী থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামেটিয়া গ্রামের ঘটনা ৷

মৃতের নাম বিবেকানন্দ মাহাত (16) ৷ বাড়ি লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের চাঁদুয়া গ্রামে । বারুনশোল হাই স্কুলের ছাত্র । পরীক্ষার সেন্টার পড়ে ছিল গিধনি এলোকেশী হাই স্কুলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব ছিল প্রায় 15 কিমি । তাই পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য পাশের গ্রাম কোষফলিয়ার এক আত্মীয়র বাড়ি থেকে বাইক নিয়ে একাই পরীক্ষা দিতে যেত সে । এদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল বিবেকানন্দ ৷ রাঙামেটিয়া ও শান্তিশোল গ্রামের মাঝে দুর্ঘটনাটি ঘটে ৷ উলটো দিকে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে আসছিল একটি ইট বোঝায় লরি ৷ মুখোমুখি ধাক্কা লাগে ৷ লরির নিচে ঢুকে যায় বাইকটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় বিবেকানন্দের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামবনী থানার পুলিশ ৷ লরিটিকে আটক করা হয় ৷

গ্রামবাসীরা জানায়, এই পথে চিল্কিগড় থেকে চাকুলিয়া মাত্র 18 কিমি ৷ অন্যদিকে চিল্কিগড় থেকে পরিহাটি হয়ে চাকুলিয়া 30 কিমি । তাই সময় বাঁচাতেই গ্রামের এই পথ দিয়ে নিত্যদিন ভারী গাড়ি যাতায়াত করে ৷ গ্রামবাসীদের অভিযোগ, চিল্কিগড় থেকে লালবাঁধ পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তাটি খুব সরু ৷ রাস্তার দু'পাশে কোনও মাটি বা মোরাম নেই । সেইসঙ্গে গাড়িগুলিও হাই স্পিডে চলে ৷

ABOUT THE AUTHOR

...view details