ঝাড়গ্রাম, 16 এপ্রিল : জঙ্গলমহলে অশনি সংকেত (High Alert in Jungle Mahal) ৷ মাওবাদী প্রভাবিত এলাকার থানাগুলির পুলিশ কর্মীদের 15 দিনের ছুটি বাতিল করা হল। শনিবার ঝাড়গ্রাম পৌঁছান ডিজি মনোজ মাল্লভ । ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে এডিজি , আইজি ও এসপিকে নিয়ে ঘণ্টাখানেক মিটিং করেন ডিজি ।
জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলাজুড়ে সমস্ত থানার পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । এমনকি জেলায় শাসকদলের যে সব নেতারা দেহরক্ষী পান, সেইসব দেহরক্ষীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশ সুপার একথা স্বীকার না করলেও জেলা তৃণমূলের সভাপতি একথা স্বীকার করেছেন।
গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের ডাকা বনধে ঝাড়গ্রামের একাংশে ব্যাপক সাড়া পড়েছিল । কিছুদিন আগেই জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার এবং ল্যান্ডমাইন উদ্ধার করেছিল পুলিশ । সূত্রের খবর, জেলা থেকে প্রতিটি থানা এলাকায় সতর্ক করা হয়েছে । স্থানীয় নেতা ও মন্ত্রী-বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের না নিয়ে কোথাও যেতে না ।