পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

High Alert in Jungle Mahal : পুলিশ কর্মীদের 15 দিনের ছুটি বাতিল, জঙ্গলমহলে হাই অ্যালার্ট - জঙ্গলমহলে হাই এলার্ট

বড়সড় নাশকতার ছক মাওবাদীদের ৷ হাই অ্যালার্ট জঙ্গলমহল জুড়ে (High Alert in Jungle Mahal ) ৷ পুলিশ কর্মীদের 15 দিনের সমস্ত ছুটি বাতিল ।

High Alert in Jungle Mahal
police officers holiday canceled

By

Published : Apr 16, 2022, 7:43 PM IST

ঝাড়গ্রাম, 16 এপ্রিল : জঙ্গলমহলে অশনি সংকেত (High Alert in Jungle Mahal) ৷ মাওবাদী প্রভাবিত এলাকার থানাগুলির পুলিশ কর্মীদের 15 দিনের ছুটি বাতিল করা হল। শনিবার ঝাড়গ্রাম পৌঁছান ডিজি মনোজ মাল্লভ । ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে এডিজি , আইজি ও এসপিকে নিয়ে ঘণ্টাখানেক মিটিং করেন ডিজি ।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলাজুড়ে সমস্ত থানার পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । এমনকি জেলায় শাসকদলের যে সব নেতারা দেহরক্ষী পান, সেইসব দেহরক্ষীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশ সুপার একথা স্বীকার না করলেও জেলা তৃণমূলের সভাপতি একথা স্বীকার করেছেন।

গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের ডাকা বনধে ঝাড়গ্রামের একাংশে ব্যাপক সাড়া পড়েছিল । কিছুদিন আগেই জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার এবং ল্যান্ডমাইন উদ্ধার করেছিল পুলিশ । সূত্রের খবর, জেলা থেকে প্রতিটি থানা এলাকায় সতর্ক করা হয়েছে । স্থানীয় নেতা ও মন্ত্রী-বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের না নিয়ে কোথাও যেতে না ।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, "ছুটি বাতিল করা হয়নি।" যদিও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি ভাবে রিপোর্ট না করে নেতাদের বুঝিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা । যা কিনা নিয়ম বর্হিভূত । এক্ষেত্রে সেই নিয়মের কড়াকড়ি করা হয়েছে ।

পুলিশ কর্মীদের 15 দিনের ছুটি বাতিল, জঙ্গলমহলে হাই এলার্ট

বিনপুরের বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, "গতকাল আমাদের জানানো হয়েছে নিরাপত্তা রক্ষীরা যেন না জানিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে না যায় । পনেরো দিন মতো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাজুড়ে । পুলিশ-প্রশাসন অগ্রিম কড়া ব্যবস্থা নেওয়ায় বিরোধীদের চক্রান্তকে ব্যর্থ করা যাবে ।"

আরও পড়ুন : Hanskhali Gang Rape : হাঁসখালি গণধর্ষণে প্রথম গ্রেফতার সিবিআইয়ের, জালে রঞ্জিত মল্লিক

ABOUT THE AUTHOR

...view details