পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Injury : বন্দুক পরিষ্কারের সময় আচমকা গুলিতে জখম পুলিশকর্মী - ঝাড়গ্রাম

রীতি মেনে বন্দুক পরিষ্কার করছিলেন পুলিশকর্মীরা ৷ কী ভাবে যে গুলি বের হল এবং তা লাগল আরেক পুলিশকর্মীর গায়ে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে ৷

জখম পুলিশকর্মী
জখম পুলিশকর্মী

By

Published : Nov 14, 2021, 1:54 PM IST

ঝাড়গ্রাম, 14 নভেম্বর : বন্দুক পরিষ্কারের সময় অতর্কিতে বন্দুক থেকে বেরোনো গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী । তাঁর অবস্থা আশঙ্কাজনক । রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানায় । জানা গিয়েছে, প্রত্যেক থানায় একটি নির্দিষ্ট দিনে থানায় থাকা সব বন্দুক পরিষ্কার করা হয় ।

রবিবার সকালে নিয়ম মাফিক বেলিয়াবেড়া থানায় বন্দুক পরিষ্কারের কাজ করছিলেন পুলিশকর্মীরা । হঠাৎ একটি বন্দুক থেকে গুলি বেরিয়ে অন্য এক পুলিশকর্মীর পেটে লাগে । জখম পুলিশকর্মীর নাম বিশ্বনাথ দণ্ডপাট (32) । সঙ্গে সঙ্গে তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ।

আরও পড়ুন : Manipur Ambush : মণিপুরে জঙ্গি হানায় শহিদ মুর্শিদাবাদের জওয়ান শ্যামল দাস

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হলেও তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়নি । তাই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ করিডরের ব্যবস্থা করে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে । বিশ্বনাথ দণ্ডপাটের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details