ঝাড়গ্রাম, 4 সেপ্টেম্বর: বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ঝাড়গ্রাম পুলিশ লাইনের এক জুনিয়র কনস্টেবলকে(rape allegation against police constable)। রবিবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক তার দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । ধৃত জুনিয়র কনস্টেবেলের নাম শেখ সাদ্দাম হোসেন । বাড়ি জামবনি থানার বেড়াগাড়ি গ্রামে । শনিবার এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জামবনি থানার পুলিশ (Police Constable Arrested)।
জানা গিয়েছে, গত মাসের 31 তারিখ গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে জোর করে ঢোকে ওই জুনিয়র কনস্টেবল ৷ অভিযোগ,এরপরই ওই মহিলাকে ধর্ষণ করে সাদ্দাম ৷ স্বামী বাড়িতে না থাকায় ঘটনাটি কাউকে বলতে পারেননি ওই গৃহবধূ । পরে স্বামী বাড়ি ফিরলে তাঁকে পুরো বিষয়টি জানান ওই মহিলা । এরপর জামবনি থানায় ওই গৃহবধূ ও তার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেন ৷