পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Constable Arrested: বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল - জামবনি পুলিশ

স্বামীর অনুপস্থিতির সুযোগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ঝাড়গ্রাম পুলিশ লাইনের এক জুনিয়র কনস্টেবলের বিরুদ্ধে (rape allegation against police constable) ৷ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ (Police Constable Arrested) ৷

rape accused police constable
ETV Bharat

By

Published : Sep 4, 2022, 6:42 PM IST

ঝাড়গ্রাম, 4 সেপ্টেম্বর: বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ঝাড়গ্রাম পুলিশ লাইনের এক জুনিয়র কনস্টেবলকে(rape allegation against police constable)। রবিবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক তার দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । ধৃত জুনিয়র কনস্টেবেলের নাম শেখ সাদ্দাম হোসেন । বাড়ি জামবনি থানার বেড়াগাড়ি গ্রামে । শনিবার এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জামবনি থানার পুলিশ (Police Constable Arrested)।

জানা গিয়েছে, গত মাসের 31 তারিখ গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে জোর করে ঢোকে ওই জুনিয়র কনস্টেবল ৷ অভিযোগ,এরপরই ওই মহিলাকে ধর্ষণ করে সাদ্দাম ৷ স্বামী বাড়িতে না থাকায় ঘটনাটি কাউকে বলতে পারেননি ওই গৃহবধূ । পরে স্বামী বাড়ি ফিরলে তাঁকে পুরো বিষয়টি জানান ওই মহিলা । এরপর জামবনি থানায় ওই গৃহবধূ ও তার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: আশ্রমে আসা মহিলা ভক্তদের সঙ্গে অশালীন আচরণ, আটক অভিযুক্ত মহারাজ

সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শেখ সাদ্দাম হোসেন নামে অভিযুক্ত ওই জুনিয়র কনস্টেবলকে । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 448 ও 376 ধারায় মামলা রুজু করেছে জামবনি থানার পুলিশ (police constable accused of rape arrested)। রবিবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে ধৃতের 2 দিনের পুলিশ হেফাজত হয় ৷ যদিও অভিযুক্তের আইনজীবী তপন সিনহার দাবি, তাঁর মক্কেলকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details