পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযান রুখতে ঝাড়গ্রাম শহরে ঢোকার সব রাস্তায় ব্যারিকেড পুলিশের

ঝাড়গ্রাম থেকে বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) যোগ দেওয়া রুখতে 'তৎপর পুলিশ' ৷ ঝাড়গ্রাম শহরে ঢোকার সব রাস্তায় ব্যারিকেড (Police Barricade in Jhargram) করে কর্মীদের আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ

Police Barricade in Jhargram to Stop BJP Nabanna Abhijan
Police Barricade in Jhargram to Stop BJP Nabanna Abhijan

By

Published : Sep 13, 2022, 9:01 AM IST

Updated : Sep 13, 2022, 10:15 AM IST

ঝাড়গ্রাম, 13 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) রুখতে ঝাড়গ্রাম জেলাতেও পুলিশি তৎপরতা ৷ বিজেপি কর্মীদের ঝাড়গ্রাম থেকে হাওড়ার দিকে যাওয়া আটকাতে রাস্তায় ব্যারিকেড করল পুলিশ (Police Barricade in Jhargram) ৷ ঝাড়গ্রাম রেল স্টেশন সংলগ্ন সুভাষ পার্কে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে ৷ ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা যেমন, লোধাশুলি, দহিঝুড়ি, জামবনির দিক থেকে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে ৷

রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ আজ সকাল 11টা থেকে এই অভিযান শুরু হওয়ার কথা ৷ তাই বিজেপি নেতা কর্মীদের নবান্ন অভিযান রুখতে প্রতিটি জেলায় তৎপর হয়েছে পুলিশ প্রশাসন ৷ সেই ছবি দেখা গেল ঝাড়গ্রামেও ৷ বাস, অটো, পণ্যবাহী গাড়ি সবকিছুতেই চলছে তল্লাশি অভিযান ৷ গাড়ির ভিতরে থাকা সকল যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে ৷ কে কোথায় যাচ্ছে, তা জানতে চাইছে পুলিশ ৷

মূলত, গাড়িগুলিতে কর্মীদের কেউ থাকলে তাঁদের আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ নবান্ন অভিযানের অনুমতি না থাকায় বিজেপি কর্মীদের তাঁদের জেলাতেই আটকে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:নবান্ন অভিযানের জেরে মঙ্গলে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

বিজেপির গোপীবল্লভপুর বিধানসভার পর্যবেক্ষক জয়ন্ত রায় বলেন, ‘‘আমাদের সমর্থকদের রেল স্টেশনে আসতে বাধা দিচ্ছে পুলিশ ৷ স্টেশনে আসার পথে জামবনির রাস্তায় ও মুনিয়ার মোড়ে পুলিশ ব্যারিকেড করে কর্মী সমর্থকদের আটকে দিয়েছে ৷ নবান্ন অভিযানকে ব্যর্থ করার চক্রান্ত করছে পুলিশ ৷’’

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানে ভয় পেয়ে জেলা সফরে মমতা, কটাক্ষ সুকান্তর

Last Updated : Sep 13, 2022, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details