ঝাড়গ্রাম, 27 জুন : দক্ষিণ কলকাতার চারটে লোক জঙ্গলমহলকে, উত্তরবঙ্গকে বঞ্চিত করছে ৷ শনিবার ঝাড়গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক শেষে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন প্রথমে গোপীবল্লভপুরের বিজেপি কার্যালয়ে নয়াগ্রাম বিধানসভার দলীয় কর্মী ও গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী ।
সূত্রের খবর, বিধানসভায় ভোটে বিজেপির গড় বলে পরিচিত গোপীবল্লভপুরে বিজেপির হারের পর বহু কর্মী তৃণমূল চলে যাচ্ছেন । এইসঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । এই সমস্ত বিষয়ে এদিন দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন শুভেন্দু অধিকারী । গোপীবল্লভপুর থেকে বেরিয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে আরও একটি বৈঠক করেন শুভেন্দু । বৈঠক শুরুর আগে দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ করেন । এখানে জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি ।