পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উর্দি পরে গুন্ডাগিরি করবে বুঝতে সময় লেগেছে, ভারতীকে আক্রমণ পার্থর

আজ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে গোপীবল্লভপুর যাত্ৰা ময়দান মাঠে সভা করেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। সভা থেকে BJP-কে আক্রমণ করেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Apr 4, 2019, 11:35 PM IST

ঝাড়গ্রাম, 4 এপ্রিল: "দিলীপবাবু কবে যোগদান করবেন তৃণমূলে, সেই আবেদন তাঁকে করতে হবে। তাঁর বাড়ির জায়গায় তিনি ঢুকতে পারছেন না। ভাই তাঁর বিরুদ্ধে। ভাইপো তাঁর বিরুদ্ধে। এখানকার দুই BJP নেতা আজ তৃণমূলের কোর কমিটির সদস্য। আমার লক্ষ্য BJP-র দোকানের ঝাঁপ বন্ধ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হোক।" আজ বিকেলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে গোপীবল্লভপুর যাত্ৰা ময়দান মাঠে সভা করলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই BJP-কে আক্রমণ করে একথা বলেন তিনি।

সভায় BJP-র বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "ওরা ভোটের পাখি সূর্যমুখী ফুল ও লল্লাবাতি। ওদের চোখে ঠুলি হয়েছে। BJP আসলে দেশ বিভক্ত হয়ে যাবে। হোস পাইপে টাকা এনে টাকা ঢালছে। ভাইয়ে, ভাইয়ে বিভেদ তৈরি করছে।" তিনি আরও বলেন, "দরিদ্র মানুষকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মূল স্রোতে আনছেন, BJP তখন সেই সমস্ত মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করছে। সবসময় অশান্তি লাগানোই ওদের লক্ষ্য। তার সঙ্গে একটা গদ্দার আছে। গদ্দার ও জঙ্গলের কুইন মাথায় ফেট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ করেছে। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমরা সময় মতো এদের চিনতে পারিনি। আমাদের দল বিশ্বাস করেছে। আমাদের সরকার বিশ্বাস করেছে। এরা যে এত বড় ধাপ্পাবাজ হবে, এরা যে মানুষকে শোষণ করবে, এরা যে উর্দি পরে গুন্ডাগিরি করবে আমাদের সেটা বুঝতে সময় লেগেছে। তার জন্য আমরা ক্ষমা চাই আপনাদের কাছে।"

তাঁর কথায়, "মানুষের যেখানে অসুবিধা রয়েছে, তাঁর মূল কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়। তাঁর মূল কারণ, আমরা ঠিক মতো মানুষকে বোঝাতে অক্ষম হয়েছি। ৪৯টি প্রকল্পের বিভিন্ন কাজ মানুষকে বোঝাতে হবে।" মাহাতদের উদ্দেশে পার্থবাবু বলেন, "কুড়মি ভাষাকে স্বীকৃতি দিয়েছি ও বোর্ডও গঠন করে দেওয়া হয়েছে। কেউ কেউ কুড়মি সমাজকে খেপানোর চেষ্টা করছে। BJP ঝাড়খণ্ড থেকে এসে বিভেদ তৈরি করেছে। আগে ঝাড়খণ্ড সামলাক তারপর বাংলা দেখবে। রাতের অন্ধকারে এসে কুকর্ম করে চলে যাচ্ছে। BJP-র সাহস থাকলে মিছিল করে দেখাক। হিংসাবাজের বিরুদ্ধে এক হতে হবে। এবার নির্বাচন সব দিক থেকে গুরুত্বপূর্ণ। BJP, BJP চিৎকার করে কোনও লাভ নেই। আমরা মোকাবিলা করতে জানি।" তিনি আরও বলেন, "মিথ্যা প্রচারে পা দিয়ে অশান্তিতে নিজেদের জড়াবেন না। প্রশাসন ঠিকমতো না দেখলে আমাদের জানাবেন, কিন্তু অভদ্র ব্যবহার করবেন না। মানুষের পাশে থাকবেন। মার খেলেও থাকবেন। আমরা দেখতে চাই মানুষের জোর বেশি না অর্থের জোর বেশি। সবাই একত্রিত হয়ে দলের বাইরে যারা BJP-র বিরুদ্ধে লড়াই করছে তাদেরও সমর্থন আদায় করুন। মানুষের সমর্থন আদায় করুন। তাদের পাশে নিন।"

ABOUT THE AUTHOR

...view details