ঝাড়গ্রাম, 2 এপ্রিল: বস্তার গোডাউনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল 15 লক্ষ টাকার বস্তা। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গোডাউনের এক কর্মচারীর। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের 5 নম্বর ওয়ার্ডের জামদা এলাকায়। মৃত কর্মচারীর নাম অরবিন্দ সাউ (55)। বাড়ি বাঁকুড়া জেলার কেঠারডাঙ্গা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আনুমানিক দু'টোর সময় গোডাউনের মধ্য থেকে ধোঁয়া বেরোতে দেখেন গোডাউনের মালিক কর্মবীর সাউ। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছি়য়ে আগুন নেভান দমকল বাহিনীর কর্মীরা।
জানা গিয়েছে, গোডাউনের ভিতরে প্রায় 50 হাজারের উপর চটের বস্তা মজুত ছিল। যার জেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের মধ্যেই । গোডাউনের দোতলায় থাকতেন মালিকের পরিবার। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে দমকলের আরও দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। সকালে জেসিপি দিয়ে গোডাউনের জানলা-দরজা ভেঙে জ্বলন্ত বস্তা বাইরে বার করে নেভানো হয়েছে। গোডাউনের মালিক কর্মবীর সাউ বলেন, " গোডাউনের মধ্যে প্রায় 15 লক্ষ টাকার চটের বস্তা মজুদ ছিল। আমি রাত্রে ঘুম থেকে উঠে দেখি গোডাউন থেকে ধোঁয়া বেরোচ্ছে । তারপরেই আমার কর্মচারীকে ফোন করলে ফোনে পাইনি। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় সবাইকে। দমকল এবং পুলিশ পৌঁছে আগুন নিভিয়ে গোডাউনের ভিতরে থাকা কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।" গোডাউনে আগুন লাগা প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, "আমার কর্মচারী প্রচুর বিড়ি খেত। আমি বলেছিলাম গোডাউনের ভিতরে বিড়ি না খাওয়ার জন্য। হয়তো বিড়ি খাওয়ার জন্যই আগুন লেগেছে ।" এত বড় গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় তা নিয়েও উঠেছে প্রশ্ন ।