ঝাড়গ্রাম, 23 এপ্রিল: জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সচিন তেন্ডুলকর ৷ 'গড অফ ক্রিকেট'-এর জন্মদিনে সম্মান জানিয়ে দেশলাই বাক্সে তাঁর প্রতিচ্ছবি ফুটিয়ে তুললেন ঝাড়গ্রামের যুবক গোপাল দাস ৷ এক-দু'দিনে নয়, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে 50টি দেশলাই বাক্সে মিনিয়েচার পেইন্টিংয়ে সচিনের মুখ ফুটিয়ে তুলেছেন তিনি ৷
35 বছরের গোপাল দাস ঝাড়গ্রাম শহরের উত্তর বামদা এলাকার বাসিন্দা ৷ গোপাল পেশায় একজন চিত্রকর ৷ তিনি নিজের উদ্যোগে একটি আঁকার স্কুলও চালান ৷ ছোট থেকেই সচিনের বড় ভক্ত গোপাল ও তাঁর দুই ভাই ৷ আর ভগবানের প্রতি ভক্তিটা এতটাই যে বিশ্বকাপে ভারতের হারের পর রেডিয়ো ভেঙে ফেলেছিলেন গোপালের দাদা চঞ্চল দাস ৷ গোপাল জানান, 1996 বিশ্বকাপে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের হারের পর তাঁর দাদা রেডিয়ো ভেঙে ফেলেছিলেন ৷
গোপাল নিজেও ভালো ক্রিকেট খেলতেন ৷ ঝাড়গ্রাম জেলায় বহু ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন তিনি ৷ আর তাই ক্রিকেট ঈশ্বরকেই নিজের অনুপ্রেরণা করেছিলেন তিনি ৷ গোপাল দাস জানান, সচিনের স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, স্কোয়ার কাট, আপার কাট এবং পুল শট দেখে তিনি অনুপ্রাণিত হতেন ৷ তাই ক্রিকেটার হিসেবে বড় হতে না-পারলেও, নিজের ছবি আঁকার প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সচিনকেই অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছেন গোপাল দাস ৷ তার খেলার মধ্যেই নিজের আঁকার জীবনশক্তি খুঁজে পেতেন ৷
তাই অনুপ্রেরণা সচিন তেন্ডুলকরের 50 বছরের জন্মদিনে বিশেষ কিছু করতে চেয়েছিলেন গোপাল দাস ৷ সেই ইচ্ছে থেকেই মনস্থির করেন, সচিনের সম্মানে 50টি দেশলাই বাক্সে মাস্টারের মিনিয়েচার ফুটিয়ে তুলবেন ৷ সেই মতো 50 দিন আগে থেকে একটি করে দেশলাইয়ের বাক্সে পেনসিল স্কেচে সচিনের মিনিয়েচার ছবি আঁকা শুরু করেন গোপাল দাস ৷ 50 রকম ভঙ্গিমায় সচিনের ছবি এঁকেছেন তিনি ৷ তাঁর এই সৃষ্টিকে সচিনের হাতে তুলে দিতে চান গোপাল ৷ তাঁর কথায়, ‘‘এই ছবিগুলি যদি ওনার হাতে তুলে দিতে পারতাম তাহলে, আমার জীবন ধন্য হত ৷’’