ঝাড়গ্রাম, 4 মে: হাতির হানায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ছাদে উঠে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছেলে ও বৌমা । সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে ঘটনা । মৃত বৃদ্ধার নাম ভেদি মাহাতো (78) । বনদফতর ও স্থানীয় সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জে বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে 70 থেকে 80টি হাতির একটি দল । বুধবার হাতির দলটি কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটের মাইতি হ্যাচারি পোলট্রি ফার্ম সংলগ্ন একটি কাজু বাগানে ছিল । বুধবার রাত্রে হাতির দল পাঁচিল ভেঙ্গে মাইতি হ্যাচারি পোলট্রি ফার্মে ঢুকে যায় ।
জানা গিয়েছে, ওই পোলট্রি ফার্মের মধ্যে হাতির দলটি তিনটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে । আনুমানিক রাত্রি সাড়ে ন'টার সময় প্রথম ওই হাতির দল থেকে 15টি হাতি ভাগ হয়ে পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে চৌকিচটির দিকে চলে যায় । তার ঘণ্টাখানেকের পরে আনুমানিক রাত্রি সাড়ে দশটার সময় 45 থেকে 55টি হাতির একটি দল পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামের ধান জমির উপর দিয়ে কলাইকুন্ডা বিটের জটিয়ার জঙ্গলে চলে যায় । তখনও পর্যন্ত বেশ কয়েকটি হাতি পোলট্রি ফার্মের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল । রাত্রি সাড়ে 11টা সময় 9টি হাতি পোলট্রি ফার্ম থেকে বেরিয়ে প্রতাপপুর গ্রামে ঢুকে পড়ে ।