ঝাড়গ্রাম, 2 জুলাই : সাত পাকে আবদ্ধ হতে চলেছে দুই ছেলে । এমন এক আনন্দের মুহূর্তে বাবার উপস্থিতিও জরুরি ৷ তাই দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ছত্রধর মাহাতোকে অন্তর্বর্তী জামিন দিল এনআইএ-এর বিশেষ আদালত (NIA Court grants Interim Bail to Chatradhar Mahato)।
জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর (Chatradhar Mahato) দুই ছেলের বিয়ের জন্য আদালত 2 জুলাই শনিবার থেকে 7 জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ৷ লালগড় থানার অন্তর্গত আমলিয়া গ্রামে ছত্রধরের বাড়ি । আদালতের নির্দেশ, অন্তর্বর্তী জামিনে থাকাকালীন তিনি লালগড় থানার বাইরে যেতে পারবেন না ৷ প্রতিদিন তাঁকে লালগড় থানায় গিয়ে হাজিরা দিতে হবে ।
ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রকাশ মাহাতোর বিয়ে 3 জুলাই ৷ আর ছোট ছেলে দেবীপ্রকাশ মাহাতোর বিয়ে 5 জুলাই ৷ ধৃতিপ্রকাশের বিয়ে হচ্ছে স্থানীয় পূর্ণাপানি গ্রামে ৷ আর দেবীপ্রকাশ বিয়ে করছেন এলাকারই কারগানালা গ্রামে ৷ বৌভাতের অনুষ্ঠান 6 জুলাই ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ণাপাণি ও কারগানালা গ্রাম লালগড় থানার মধ্যে পড়ছে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, ওই থানা এলাকাতেই থাকতে পারবেন ছত্রধর ৷ তাই বিয়ের সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে তাঁর কোনও বাধা থাকবে না ৷ তাই খুশি পরিবারের সদস্যরাও ৷