পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গায়ে গেঞ্জি আর গামছা, টেনে হিঁচড়ে নিয়ে গেল... - ছত্রধর মাহাতো গ্রেফতার

বাড়িতে ঢুকে প্রথমে সকলের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় । মাটির দোতলা বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন ছত্রধর মাহাতো । পরনে তখন ছিল একটি গেঞ্জি এবং গামছা । সেই অবস্থায় ছত্রধরকে বাড়ির ভেতর থেকে টেনে-হিঁচড়ে হাতে পায়ে ধরে তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবারের অভিযোগ ।

CHATRADHAR
CHATRADHAR

By

Published : Mar 28, 2021, 3:42 PM IST

ঝাড়গ্রাম, 28 মার্চ : ভোররাতে এনআইএ-এর বিশেষ দল ছত্রধর মাহাতোর বাড়িতে হানা দিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায় । কী কারণে ছত্রধরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল এবং তাঁকে এখন কোথায় কী অবস্থায় রাখা রয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার ।

ছত্রধর মাহাতোর পরিবার সূত্রে জানা যায়, ভোর সাড়ে তিনটে নাগাদ ছত্রধর মাহাতোর লালগড়ের আমলিয়া গ্রামের উপকণ্ঠ নতুন পাকা বাড়িতে প্রথম হানা দেয় এনআইএ । সেখানে তখন তার বড় ছেলে ধৃতিপ্রকাশ মাহাতো এবং ছত্রধর মাহাতো ছয় জন নিরাপত্তারক্ষীর মধ্যে দু'জন সেই বাড়িতেই ছিল । সিকিউরিটি বাড়ির দরজা খুলতেই প্রথমে তাঁদের মোবাইল ফোন এবং দুটো বন্দুক নিয়ে নেয় এনআইএ আধিকারিকরা । ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রসাদের মোবাইল ফোনও কেড়ে নেয়া হয় ৷ তারপর পুরো বাড়ি তন্নতন্ন করে তল্লাশি করে এনআইএ । ধৃতিপ্রকাশকে সঙ্গে নিয়ে ছত্রধরের পুরনো মাটির বাড়িতে হানা দেয় এনআইএ । সেখানেই ছিলেন ছত্রধর ৷

বাড়িতে ঢুকে প্রথমে সকলের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় । মাটির দোতলা বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন ছত্রধর মাহাতো । পরনে তখন ছিল একটি গেঞ্জি এবং গামছা । সেই অবস্থায় ছত্রধরকে বাড়ির ভেতর থেকে টেনে-হিঁচড়ে হাতে পায়ে ধরে তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবারের অভিযোগ । রাতের মধ্যে কেন এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়ে জানতে চাওয়া হলে এনআইএ আধিকারিকরা কোন সদুত্তর দিতে পারেননি ৷ ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রসাদ মাহাতো বলেন, "প্রথমে ওরা আমার মোবাইল ফোন কেড়ে নেয় ৷ বাড়িতে ঢুকে বাবাকে টানাহেঁচড়া করে চারজনে মিলে তুলে নিয়ে যায় । আমরা জানতে চাই কী কারণে নিয়ে যাওয়া হচ্ছে ? কোনও উত্তর দিতে চায়নি তারা । কোনও কাগজ দেখাতে চায়নি ৷"

আজ তিনি গণতন্ত্রের পূজারি

আরও পড়ুন : ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ

অসুস্থ ছেলেকে এভাবে কেন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল বুঝতে পারছেন না ছত্রধরের মা বেদনাবালা ৷ তিনি বলেন, "রাতের বেলায় ধস্তাধস্তি করে ছত্রধরকে নিয়ে গেল ৷ কোথায় তাকে রেখেছে আমরা কিছুই জানি না ৷" অসুস্থ ছেলকে যেন মারধর না করা হয় সেই অনুরোধও করেন তিনি ।

ছত্রধর মাহাতোকে এনআইএ বহুবার গ্রেফতার করার আবেদন জানিয়েছিল বিশেষ আদালতে । কিন্তু হাইকোর্টের নির্দেশে গ্রেফতার না করে প্রতি সপ্তাহে তিনদিন ছত্রধরকে হাজিরা দিতে হত এনআইএ এর কাছে । দাঁতের সমস্যা থাকায় তিনি কয়েকবার হাজিরা দিতে পারেননি ৷ ভোটের আগের দিন 26 তারিখ তিনি হাজিরা দিয়েছিলেন এনআইএ এর কাছে । তারপরেই ভোট শেষ হতেই ভোররাতে ছত্রধরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এনআইএ ।

ABOUT THE AUTHOR

...view details