ঝাড়গ্রাম, 12 মে: স্বরাজের ডাক দিয়ে 1940 সালের 12 মে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ জনসভা করেছিলেন ঝাড়গ্রামে ৷ দিনটিকে নেতাজি পদার্পণ দিবস হিসেবে পালন করা হয় ঝাড়গ্রামে ৷ আজ ঝাড়গ্রাম শহরে এই দিনটিকে উদযাপনের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ৷ ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দানে তৎকালীন লালগড়ের মাঠে সেই জনসভা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷
1940 সালের 12 মে সকালে মেদিনীপুর থেকে ধেড়ুয়া হয়ে মোটরগাড়িতে নাড়াজোলের কুমার দেবেন্দ্রলাল খানের সঙ্গে ঝাড়গ্রামে এসেছিলেন সুভাষচন্দ্র বসু ৷ সে দিন ঝাড়গ্রামে ব্যবসায়ী নলীনবিহারী মল্লিকের বাড়িতে অতিথি হিসেবেে একটি টালির বাড়িতে বিশ্রাম নেন নেতাজি ৷ বাড়িটি এখন ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা পেট্রল পাম্পের অফিস ৷ সেদিন দুপুরে বার-লাইব্রেরিতে আইনজীবীদের সঙ্গে দেখা করেছিলেন সুভাষচন্দ্র ৷ পুরনো সেই বার ভবনটি সংস্কার হয়ে এখন ‘প্লিডার্স বার অ্যাসোসিয়েশন, ঝাড়গ্রাম’-এর ভবন ৷
12 মে বিকেলে ঝাড়গ্রাম শহরের লালগড় মাঠে জনসভা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ তবে, সেই মাঠের অস্তিত্ব অবশ্য এখন নেই ৷ এলাকাটি দুর্গা ময়দান নামে পরিচিত ৷ ওই সভা থেকেই সুভাষচন্দ্র বসু ঘোষণা করেছিলেন, ‘‘আপস নয় , সংগ্রাম ও ত্যাগের পথেই স্বরাজ আসবে ৷’’ ঝাড়গ্রামে সভা সেরে সেদিন ট্রেনে কলকাতায় ফিরেছিলেন নেতাজি ৷