পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbaha Hansda: স্কুলের মাঠে পুরনো ছন্দেই মন্ত্রী, দৌড় প্রতিযোগিতায় প্রথম বীরবাহা - Minister Birbaha Hansda first in alumni Run

তিনি যে এখনও আগের মতোই রয়েছেন তা প্রমাণ করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা (Minister Birbaha Hansda at her School)৷ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফিরলেন সেই 'স্কুলগার্ল' হয়েই ৷ স্কুলের প্রাক্তনীদের মধ্যে দৌড় প্রতিযোগিতায় প্রথম হলেন রাজ্যের মন্ত্রী ৷

ETV Bharat
স্কুলের মাঠে দৌড়ে প্রথম বীরবাহা হাঁসদা

By

Published : Feb 3, 2023, 4:20 PM IST

Updated : Feb 3, 2023, 4:30 PM IST

স্কুলের দৌড় প্রতিযাগিতায় প্রথম প্রাক্তনী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা

ঝাড়গ্রাম, 3 ফেব্রুয়ারি: মন্ত্রী ফিরে গেলেন ছোটবেলায় ৷ স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পেলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা (Minister Birbaha Hansda)। তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন শুক্রবার প্রাক্তনীদের জন্য 75 মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয় (Jhargram Nanibala Balika Vidyalaya)৷ পুরনো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এদিন উপস্থিত হন মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷ তিনি এই স্কুলেরই প্রাক্তনী । 2000 সালে এই স্কুল থেকেই মাধ্যমিক পাস করেন ।

সেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাক্তনীদের তরফে দৌড়ে অংশগ্রহণ করেন মন্ত্রী বীরবাহা ৷ তাঁর সঙ্গে অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী তথা বর্তমান দুই শিক্ষিকা তনুশ্রী নায়ক ও সুনিতা দে । এছাড়াও আরেক প্রাক্তনী তথা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অনিন্দিতা রাউত এবং আরও বেশ কয়েকজন প্রাক্তনী । কোমর বেঁধেছিলেন আগেই ৷ হুইসেল বাজতেই দৌড়লেন মন্ত্রী ৷ লাল ফিতে ছুঁতেই হাততালি আর উল্লাসে ফেটে পড়লেন ছাত্রী থেকে শিক্ষিকারা ৷ প্রথম হয়েছেন বীরবাহা ৷

দ্বিতীয় স্থান অধিকার করেন ম্যানেজিং কমিটির সদস্য অনিন্দিতা রাউত এবং তৃতীয় হন বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী নায়ক । তিনজনের হাতেই এদিন পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন । দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে মন্ত্রী বলেন,"খুবই ভালো লাগছে । সেই ছোটবেলায় ফিরে যাওয়া । এত কাজের চাপ থাকে যে সেই জায়গা থেকে নিজের স্কুলে এসে খেলতে নামার অভিজ্ঞতাটা একটু অন্যরকমের । দিদিমণিরা সবাই রয়েছেন, খুব ভালো লাগছে । আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল । এত চাপের মধ্যে এত ভালোবাসা পেলাম এখানে এসে । নিজে উপভোগ করতে পারলাম এখানে এসে এটাই খুব ভালো লাগছে ।"

1 ফেব্রুয়ারি থেকে ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী শুরু হয়েছিল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । স্কুলের ছাত্রীদের জন্য দৌড়, হাই জাম্প, লং জাম্প, কাবাডি, রিলে রেস, সিডেল রেস, যোগাসন, মিউজিকাল চেয়ার, যেমন খুশি সাজো-সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয় । শুক্রবার ছিল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন ৷ এদিনের বিশেষ আকর্ষণ ছিল স্কুলের প্রাক্তনীদের জন্য 75 মিটার দৌড় প্রতিযোগিতা ৷ আর এই প্রতিযোগিতাতেই প্রথম হন মন্ত্রী তথা স্কুলের প্রাক্তনী বীরবাহা হাঁসদা ৷

আরও পড়ুন : মন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়িতে পরবে তৈরি হচ্ছে মাংসপিঠে

Last Updated : Feb 3, 2023, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details