পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamtara Gang: অনলাইনে বিদ্যুৎ বিল দিতে গিয়ে বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

অনলাইনে বিদ্যুৎ বিল দিতে গিয়ে প্রতারিত বৃদ্ধ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামতাড়া গ্যাংয়ের তিন জনকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

Etv Bharat
অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

By

Published : Apr 30, 2023, 11:04 PM IST

অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

ঝাড়গ্রাম, 30 এপ্রিল:বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে বৃদ্ধের ব্যাংক থেকে গায়েব লক্ষাধিক টাকা ৷ সেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম সাইবার ক্রাইম পুলিশ ৷ ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

বিদ্যুৎ বিল মেটানোর জন্য মোবাইলে একটি মেসেজে আসে অরূপ রায় নামে ব্যক্তির কাছে ৷ যেখানে জানানো হয়, নির্দিষ্ট সময়ে বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে ৷ মেসেজে বিল জমা দেওয়ার জন্য একটি লিঙ্ক ছিল বলেও জানান ওই বৃদ্ধ ৷ আর বিল জমা দেওয়ার জন্য সেই লিঙ্কে ক্লিক করতেই বিপত্তি ৷ অভিযোগ, ওই লিঙ্কে ক্লিক করতেই বৃদ্ধর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন প্রিন্স কুশাওহা (22), সৌরভ মিত্র (28) ও কিষাণ গরাই (23)। প্রিন্স কুশাওহা এবং সৌরভ মিত্রের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা এলাকায়। অন্যদিকে, কিষাণ গরাইয়ের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া জেলার কেলাহি গ্রামে। গত 29 তারিখ সাইবার ক্রাইম থানার পুলিশ প্রিন্স কুশাওহা ও সৌরভ মিত্রকে দুর্গাপুরের একটি ভাড়া বাড়ি থেকে এবং আসানসোলের সালানপুর থেকে কিষাণ গরাইকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, গত 17 এপ্রিল ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় শহরের বাছুরডোবার বাসিন্দা অরূপ রায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বৃদ্ধ জানিয়েছেন, গত 15 এপ্রিল শনিবার তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। যেখানে লেখা ছিল বাড়ির বিদ্যুতের বিল বাকি আছে। দ্রুত টাকা জমা না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। বৃদ্ধের কথায়, "এরপরই আমি ওই নম্বরে ফোন করলে, সেখান থেকে একটি লিংক পাঠিয়ে সেটি ক্লিক করে ডাউনলোড করতে বলা হয়। সেই লিঙ্ক ক্লিক করতেই একটি অ্যাপ ডাউনলোড হয়ে যায়।" বৃদ্ধের অভিযোগ, এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট 1 লাখ 4 হাজার টাকা কেটে নেওয়া হয়। শনিবার ও রবিবার থাকায় সোমবার বৃদ্ধ ব্যাংকে গিয়ে জানতে পারেন টাকা কেটে নেওয়ার ঘটনা সত্যি।

এরপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান বৃদ্ধ। পুলিশ তদন্তে নেমে মোবাইল ও ব্যাংকের পাসবুক থেকে কার কাছে টাকা গিয়েছে সেই তথ্য জানতে পারে। তারপর সেই মোবাইল নম্বর টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর ও সালানপুর থেকে মোট তিন জনকে গ্রেফতার করে। এদের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া গ্যাং যুক্ত বলে প্রাথমিক সন্দেহ পুলিশের ৷

পুলিশ ধৃত তিন জনকে ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত বিচারক সুক্তি সরকারের এজলাসে পেশ করে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত সৌরভ মিত্র ও কিষাণ গরাইয়ের আইনজীবী সজল মিত্র আদালতে জামিনের আবেদন করেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী সজল মিত্র বলেন, "বিচারক জামিন খারিজ করে ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। মামলার কেস ডায়রি 12 মে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷"

আরও পড়ুন: কথা দিয়েও গেলেন না অভিষেক, দলের সেকেন্ড ইন কমান্ডের আচরণে হতাশ তৃণমূল বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details