ঝাড়গ্রাম, 23 এপ্রিল : জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন । এরই মধ্যে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে রাতের অন্ধকারে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার (Maoist Posters in Jhargram) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
গতরাতে উদ্ধার হওয়া পোস্টারগুলিতে লালকালিতে লেখা রয়েছে, "কিশান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে ৷" নিচে লেখা রয়েছে মাওবাদী । শনিবার সকালে এই পোস্টার দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায় মানিকপাড়ায় । মাওবাদী নামাঙ্কিত পোস্টারের খবর পুলিশের কানে আসতেই রামকৃষ্ণ বাজারে পৌঁছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ । পুলিশ কর্মীরা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলেন ৷