পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maoist Poster: 'নেতাদের মাথা চাই' ! বেলপাহাড়িতে ফের মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক

শনিবার বেলপাহাড়িতে উদ্ধার হয়েছে এই মাওবাদী পোস্টার ৷ তবে পুলিশের দাবি, মাওবাদীদের নাম করে এই ভুয়ো পোস্টার দেওয়া হয়েছে ৷

ETV Bharat
উদ্ধার হওয়া মাও পোস্টার

By

Published : Jul 1, 2023, 10:11 PM IST

ঝাড়গ্রাম, 1 জুলাই: আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল জঙ্গলমহলে ৷ শনিবার বেলপাহাড়িতে উদ্ধার হয়েছে এই মাওবাদী পোস্টার ৷ তবে পুলিশের দাবি মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি ভুয়ো, মাওবাদীদের নয় ।

কী লেখা রয়েছে মাওবাদীদের নাম করে লেখা এই পোস্টারে?

এই পোস্টারগুলিতে লেখা রয়েছে, 'নেতাদের মাথা চাই' ৷ তার নীচে লেখা রয়েছে মাওবাদী । শনিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত শিমুলপাল গ্রাম পঞ্চায়েতের 3টি জায়গা থেকে একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । ঠাকুরানপাহাড়ি, ওদোলচুয়া এবং ওদোলচুয়া থেকে ঢাঙ্গিকুসুম যাওয়ার কালভার্টের উপর মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলিকে উদ্ধার করে পুলিশ । এই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

এই প্রসঙ্গে বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়াইন বলেন, "দেখে মনে হচ্ছে এই গুলি ভুয়ো মাওবাদী নামাঙ্কিত পোস্টার ৷" প্রসঙ্গত, গত 20 জুন সকালে জামবনী থানার অন্তর্গত চিল্কিগড় কনক দুর্গা মন্দির ঢোকার মুখে যাত্রী প্রতীক্ষালয়ে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত একধিক পোস্টার দেখতে পাওয়া গিয়েছিল । জামবনী থানার পুলিশ সেই পোস্টারগুলিকে উদ্ধার করেছিল ।

আরও পড়ুন: শাসকদলের রক্ত ঝরানোর হুঁশিয়ারি, জঙ্গলমহলে ফের পড়ল মাওবাদী পোস্টার

গতমাসে উদ্ধার হওয়া ওই পোস্টারগুলিতে লেখা ছিল, "আমরা আছি । আবার জঙ্গলমহলে টিএমসি-র রক্ত ঝড়বে । যেভাবে টিএমসি'র সরকার আনা হয়েছিল সেই ভাবেই তাদের বিদায় দিতে হবে ৷" সিপিআই মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারগুলিতে একাধিক দাবিও লেখা ছিল । যেমন, ইন্দিরা আবাস যোজনা থেকে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, সরকার নকল জাতি শংসাপত্র প্রদান করছে বলে অভিযোগ করা হয়েছিল ৷ লক্ষ্মীর ভাণ্ডারের নামে 500 টাকা করে দিয়ে মুখ্যমন্ত্রী জনগণকে বোকা বানাতে চাইছেন বলেও পোস্টারে অভিযোগ করা হয়েছিল ৷ করা হয়েছিল কর্মসংস্থানের দাবিও ৷ সেবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার লাগানোর অভিযোগে পুলিশ 30 জনকে গ্রেফতার করেছিল ৷ এবার ফের পঞ্চায়েত নির্বাচনের মুখে এলাকায় মাওবাদীদের নাম করে পড়ল পোস্টার ৷

ABOUT THE AUTHOR

...view details