পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kurmi Agitation: কুড়মি আন্দোলনে কার্যত স্তব্ধ একাধিক জেলা, আজও বাতিল দূরপাল্লার বেশ কিছু ট্রেন - কুড়মি আন্দোলনের প্রভাব

বিগত তিনদিন ধরে কুড়মি সম্প্রদায়ের আন্দোলনে অবরুদ্ধ বেশ কয়েকটি জেলা (Kurmi Agitation)৷ একাধিক দাবিতে এই সম্প্রদায়ের রেল রোকো আন্দোলনে দু'দিন ধরে ব্যাহত রেল পরিষেবা ৷ বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেন ৷ সেই পরিস্থিতিই জারি রইল আজ শুক্রবারেও ৷

Etv Bharat
কুড়মি সমাজের আন্দোলনে অবরুদ্ধ রেলস্টেশন

By

Published : Sep 23, 2022, 10:01 AM IST

Updated : Sep 23, 2022, 11:05 AM IST

ঝাড়গ্রাম/পুরুলিয়া/হাওড়া, 23 সেপ্টেম্বর: সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে কুড়মি সমাজের অবরোধ কর্মসূচি । পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে মঙ্গলবার থেকে রেললাইন ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে কুড়মি সামাজিক সংগঠনগুলি । সেই অবরোধের প্রায় 60 ঘণ্টা পেরিয়ে গিয়েছে । তারপরও পরিস্থিতি সেই একই(Kurmi Agitation Effect)৷

তাঁদের অবরোধের মূল দাবি, কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে স্বীকৃতি এবং সারনা ধর্মের স্বীকৃতি । এই তিন দাবিতে কুড়মি সমাজে অবরোধ কর্মসূচি জারি রয়েছে । কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ করে ছয় নম্বর জাতীয় সড়ক থেকে ঝাড়গ্রাম ঢোকার যে পাঁচ নম্বর রাজ্য সড়ক সেখানে লোধশুলীর মোড়ে অবরোধ শুরু করে কুড়মি সমাজের মানুষরা । যার জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে প্রায় তিনদিন ধরে টাটা-খড়গপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । কলকাতা-মুম্বই ছয় নম্বর জাতীয় সড়ক তিনদিন ধরে বন্ধ করে রয়েছে । জাতীয় সড়কের দুপাশে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী লরি । নষ্ট হচ্ছে তাদের কাঁচামাল । আন্দোলন তোলার জন্য আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই দুই জেলার প্রশাসনই কথাবার্তা চালিয়ে যাচ্ছে । কিন্তু কুড়মি সমাজের নেতৃত্বরা কোনওমতেই তাঁদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত অবরোধ তুলতে নারাজ ।

একাধিক দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সম্প্রদায়

আরও পড়ুন :আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল

অবরোধের তিন দিনের মাথায় এই অবরোধের আঁচ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে । আদিবাসী নাগাচারিক কুড়মি সমাজের নেতা অনুপ মাহাতো বলেন, "আমাদের দাবি না মানায় এই অবরোধের আঁচ চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে । রেললাইন ও জাতীয় সড়কের পর এবার আমরা রাজ্য সড়ক ও প্রতিটি রাস্তা অবরোধ করতে শুরু করেছি । কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ জঙ্গলমহল স্তব্ধ হয়ে যাবে । আমাদের দাবি না মানলে আগামিকাল থেকে এই এলাকার জনপ্রতিনিধি এমএলএ, এমপিদের বাড়ি ঘেরাও করা হবে ।"

অপরদিকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো বলেন, "আমরা আজ তিনদিন ধরে অবরোধ করছি তবুও আমাদের দাবি মেটানোর কোনও পদক্ষেপ নিচ্ছে না সরকার । আগামী দিনে জঙ্গলমহল কেন পুরো ছোটনাগপুর এলাকা অবরুদ্ধ হয়ে যাবে ।"

এদিকে আদিবাসী বিক্ষোভের জেরে শুক্রবার ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের(Many Train Cancelled by South Eastern Railway)। রেল রোকো আন্দোলনের জেরে আজকে ফের 77টি ট্রেন বাতিল করা হয়েছে ৷

শুধু রেলপথ নয়, সড়কপথও অবরুদ্ধ হয়েছে এই আন্দোলনের জেরে

আরও পড়ুন :কুড়মি সম্প্রদায়ের ডাকে রেল অবরোধ পুরুলিয়ায়, স্তব্ধ লাইনে বসল মেলা

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর থেকে টাটা ও চান্ডিল থেকে আসানসোল পর্যন্ত আদিবাসী সমাজের রেল রোকো কর্মসূচির জেরে মঙ্গলবার থেকে লাগাতার বিক্ষোভের জেরে একের পর এক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল । দূরপাল্লার ট্রেন-সহ প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করে দক্ষিণ-পূর্ব রেল । এর ফলে 23 সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে ফের 77টি দূরপাল্লার ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট ও কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কুড়মি সম্প্রদায়ের আন্দোলনের জেরে শুক্রবারও রেল পরিষেবা ব্যাহত :

দীর্ঘ চার দিন ধরে রেলের ট্রাকের উপর বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা । আজকে প্রায় 80 ঘণ্টারও বেশি তাদের বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন পরিষেবা ব্যাহত রয়েছে । যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ৷ যদিও দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত কুমার চৌধুরী জানান যে, বৃহস্পতিবার পর্যন্ত 89টি ট্রেন বাতিল করা হয়েছিল যার সংখ্যা আজকে বেড়ে দাঁড়াল 166টি । নতুন করে 47টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল । যতক্ষণ বিক্ষোভ চলছে, ট্রেন পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না ততক্ষণ এভাবেই বাড়তে পারে বাতিল ট্রেনের সংখ্যা । সমস্ত যাত্রীদের কাছে আবেদন, তাঁরা যাত্রা করার আগে নিজের পিএনআর নম্বর ও রেলের বিজ্ঞপ্তির উপরে যেন নজর রাখেন ।

আরও পড়ুন :করম উৎসবে পূর্ণদিবস ছুটির দাবিতে বনধের ডাক আদিবাসী সম্প্রদায়ের

শুক্রবার যে ট্রেনগুলো বাতিল হয়ে রয়েছে তা হল :

08060/08059 টাটানগর - খড়্গপুর -টাটানগর স্পেশাল
12814/12813 টাটানগর - হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস
18019/18020 ঝাড়গ্রাম - ধানবাদ - ঝাড়গ্রাম এক্সপ্রেস
18183/18184 টাটানগর - দানাপুর - টাটানগর এক্সপ্রেস
08055/08056 খড়্গপুর - টাটানগর - খড়্গপুর স্পেশাল
08174/08173 টাটানগর - আসানসোল - টাটানগর স্পেশাল
08160/08159 টাটানগর - খড়্গপুর - টাটানগর স্পেশাল
12021/12022 হাওড়া - বারবিল - হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
22861/22862 হাওড়া - কান্তাবাঞ্জি - হাওড়া এক্সপ্রেস
13301/13302 ধানবাদ - টাটানগর - ধানবাদ এক্সপ্রেস
08014/08013 চক্রধরপুর - টাটানগর - চক্রধরপুর স্পেশাল
08641/08642 আদ্রা - বাড়কাকানা - আদ্রা স্পেশাল
03595/03596 বোকারো স্টিল সিটি - আসানসোল - বোকারো স্টিল সিটি স্পেশাল
08649/08650 আদ্রা - পুরুলিয়া - আদ্রা স্পেশাল
03598/03597 আসানসোল - রাঁচি - আসানসোল স্পেশাল
18116/18115 চক্রধরপুর - গোমো - চক্রধরপুর এক্সপ্রেস
03592/03591 আসানসোল - বোকারো স্টিল সিটি - আসানসোল স্পেশাল
18036 হাতিয়া - খড়্গপুর এক্সপ্রেস
03594/03593 আসানসোল - পুরুলিয়া - আসানসোল স্পেশাল
18086 রাঁচি - খড়্গপুর এক্সপ্রেস
28182 কাটিহার - টাটানগর এক্সপ্রেস
08049/08697 খড়্গপুর - ঝাড়গ্রাম - পুরুলিয়া মেমু স্পেশাল
08015 খড়্গপুর - ঝাড়গ্রাম মেমু স্পেশাল
13512/13511 আসানসোল - টাটানগর - আসানসোল এক্সপ্রেস
18013 হাওড়া - আদ্রা - বোকারো স্টিল সিটি পোরশন
08695/08696 বোকারো স্টিল সিটি - রাঁচি - বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার ট্রেন

বিক্ষোভের জেরে নিম্নবর্ণিত 6টি ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে

12828/12827 পুরুলিয়া - হাওড়া - পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চালু থাকবে
18085 খড়্গপুর - রাঁচি এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চালু থাকবে
18035 খড়্গপুর - হাতিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চালু থাকবে
12883/12884 সাঁতরাগাছি - পুরুলিয়া - হাওড়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চালু থাকবে

বিক্ষোভের জেরে যে 2টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে :

22824 নিউ দিল্লি - ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (যাত্রার তারিখ 22/09/2022)
12905 পোরবন্দর - শালিমার এক্সপ্রেস (যাত্রার তারিখ 21/09/2022)

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে কুড়মি ও মাহাতো সম্প্রদায়ের মানুষরা তফসিলি জাতিতে নিজেদের নথিভুক্ত করার দাবি নিয়ে লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন । এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন অসংখ্য দূরপাল্লার ট্রেনযাত্রীরা ।

কুড়মি আন্দোলনের জেরে অবরুদ্ধ রেলপথ ও সড়কপথ

কুড়মিদের আন্দোলনে অবরুদ্ধ পুরুলিয়া :

এদিকে, টানা 72 ঘণ্টা পেরিয়ে গেলেও রেল রোকো আন্দোলন অব্যাহত রয়েছে পুরুলিয়ায় । দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা শাখার পুরুলিয়া-আদ্রা রেলপথের অন্তর্গত কুস্তাউর রেলস্টেশনে 72 ঘণ্টার বেশি সময় ধরে চলছে লাগাতার রেল অবরোধ । এর জেরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখায় ট্রেন চলাচল । বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন, পাশাপাশি কয়েকটি ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়েছে । যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রেলযাত্রীরা ।

উল্লেখ্য, কুড়মি জাতিকে তফশিলি উপজাতি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে ছোটনাগপুর টোটেমিক কুড়মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল । সেই মতো মঙ্গলবার সকাল থেকেই পুরুলিয়ায় লাগাতার চলছে রেল অবরোধ । 72 ঘণ্টা পেরিয়ে গেলেও আন্দোলন অব্যাহত রয়েছে কুড়মি সমাজের ।

আরও পড়ুন :আদিবাসী বিক্ষোভের জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের 18টি দূরপাল্লার ট্রেন

Last Updated : Sep 23, 2022, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details