ঝাড়গ্রাম, 20 জানুয়ারি: ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সনাতন খারওয়াল (48) । বাড়ি জামবনি থানার অন্তর্গত শালিকা গ্রামের। তাঁর মৃত্যুর 24 ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণের টাকা (Financial Compensation) তুলে দেওয়া হল সনাতনের পরিবারের হাতে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত গিধনী রেঞ্জের শালিকা গ্রামে দুই সন্তানকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় বাড়ির উঠনে বসে ছিলেন সনাতন খারওয়াল। সেই সময় খাবারের সন্ধানে একটি হাতি হানা দেয় সনাতনের বাড়িতে। তারপরেই হাতিটি সনাতনকে শুঁড়ের মধ্যে নিয়ে আছাড় মারে ৷
হাতি সঙ্গে সঙ্গে চলে গেলে তাঁকে উদ্ধার করে ওইদিন সন্ধ্যায় সনাতনকে নিয়ে যাওয়া হয় চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে । চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত দশটা নাগাদ মৃত্যু হয় সনাতনের। গতকাল অর্থাৎ, মঙ্গলবার দুপুরে হাতির হানায় মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম পুলিশ মর্গে। সনাতনের এক আত্মীয় ঝন্টু সিং বলেন, "সোমবার সন্ধ্যায় বাড়ির উঠোনে বাচ্চাদের সঙ্গে নিয়ে সনাতন বসে ছিলেন। জঙ্গল লাগোয়া বাড়ি হওয়ায় জঙ্গল থেকে হাতি এসে তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। হাসপাতাল নিয়ে গেলে কিছুক্ষণ পরে মৃত্যু হয় তাঁর । ঘটনায় অসহায় হয়ে গিয়েছে সনাতনের পরিবার।"