ঝাড়গ্রাম, 19 ডিসেম্বর: নিজের গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে ড্রাইভার, খালাসি এবং ভাগ্নেকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনতাই করানোর ঘটনার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Burnt his Car to Avoid Car Installments)। গোপীবল্লভপুর থানার আসনবনি গ্রামের বাসিন্দা পিন্টু দোলাই ঝাড়গ্রাম থানায় এমনই অভিযোগ করেন ।
ভাগ্নে পিন্টু দোলাই-এর দাবি, গত 16 তারিখ বিকেল চারটে নাগাদ তাঁর মামা নিমাই মহাপাত্রের একটি মালবাহী ছোট চারচাকা নিয়ে গাড়ি নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশে রড কিনতে আসেন । সঙ্গে ছিলেন গাড়ির ড্রাইভার এবং খালাসি । এমনকী রড কেনার জন্য মামা 20 হাজার টাকা দেয় । কিন্তু কেউ জিজ্ঞাসা করলে যেন 80 হাজার টাকা বলা হয় । এরপর গাড়ি নিয়ে যখন ঝাড়গ্রাম ওভারব্রিজ সংলগ্ন এলাকায় আসে তখন তার মামা ফোন করে বলে রড দোকান বন্ধ রয়েছে তুই গাড়ি নিয়ে বাড়ি ফিরে চলে আয় । গাড়ি নিয়ে গোপীবল্লভপুরের বাড়ি ফেরার সময় ঝাড়গ্রামের জারুলিয়া গ্রাম সংলগ্ন রাস্তায় দু'জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি আটক করে । চালক অর্জুন মুর্মু ও খালাসি পরিমল মাণ্ডিকে মারধর করে গাড়ির কাঁচ ভেঙে দেয় । তারপর গাড়িতে পেট্রল ধরিয়ে আগুন লাগিয়ে দেয় ।