পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Marriage: জোর করে সহবাস, নাবালিকা স্ত্রী'র অভিযোগে লালগড়ে গ্রেফতার স্বামী

জোর করে বিয়ে দিয়েছিল বাবা-মা (Minor Girl Marriage)। বিয়ের পর ইচ্ছের বিরুদ্ধে সহবাস করত স্বামী । পালিয়ে থানায় অভিযোগ বছর পনেরোর নাবালিকার । ঘটনায় অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ (Man arrested for marrying Minor Girl) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 28, 2023, 10:59 PM IST

ঝাড়গ্রাম, 28 জানুয়ারি: 15 বছরের নাবালিকাকে বিয়ে করে জোর করে সহবাস । অভিযোগ পেয়ে স্বামীকে গ্রেফতার করল পুলিশ । ধৃত যুবকের নাম বিশ্বজিৎ মাহাতো । বছর সাতাশের বিশ্বজিত লালগড় থানার অন্তর্গত ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বাঁধগড়া গ্রামের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাড়ি বাঁকুড়া জেলার রানিবাঁধ থানা এলাকায় (Man arrested for marrying Minor Girl)।

গত 24 জানুয়ারি নাবালিকাকে রায়পুর থানা এলাকায় তার মাসির বাড়িতে নিয়ে আসে বাবা-মা । সেখানেই বাঁধগড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাহাতোর সঙ্গে তার বিয়ে দেওয়া হয় । বিয়ে শেষ হলে ওই দিন রাত্রেই নাবালিকাকে নিয়ে আসা হয় তার শ্বশুরবাড়িতে । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নাবালিকা দশম শ্রেণীতে পাঠরতা । এই বছর তার মাধ্যমিক পরীক্ষা ছিল ।

অভিযোগ, নাবালিকাকে স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে একাধিকবার সহবাস করে । শুক্রবার বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না । সেই সুযোগে বাড়ি থেকে পালিয়ে লালগড় থানায় পৌঁছয় নাবালিকা । লালগড় থানার আইসি অরিন্দম ভট্টাচার্যকে সম্পূর্ণ বিষয়টি জানায় । তার অভিযোগ, প্রথমত তার ইচ্ছের বিরুদ্ধে জোড় করে বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছে । দ্বিতীয়ত, বিয়ে দেওয়ার পর তার স্বামী একাধিকবার সহবাস করেছেন । শুক্রবার বিকেলে লালগড় থানায় লিখিত অভিযোগ জানায় ওই নাবালিকা ।

তার অভিযোগের ভিত্তিতে শনিবার ভোরে লালগড় থানা এলাকা থেকে বিশ্বজিৎ মাহাতকে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ । বিশ্বজিতের বিরুদ্ধে 9, 10, 11 এবং 4 পকসো ও 376 (2)N ধারায় মামলা রুজু করে লালগড় থানার পুলিশ । বিশ্বজিৎকে এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । আগামী সোমবার অর্থাৎ 30 জানুয়ারি ঝাড়গ্রামের পকসো আদালতে তোলার নির্দেশ দেন বিচারক । একই সঙ্গে নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করে আদালত । তারপরেই নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দেয় বিচারক । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ ।

আরও পড়ুন: নাবালিকা পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার লজের কর্মী

ABOUT THE AUTHOR

...view details