ঝাড়গ্রাম, 16 নভেম্বর: এবার নাম না-করে কার্যত দিলীপ ঘোষকে (Dilip Ghosh) গ্রেফতার এবং তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বুধবার ঝাড়গ্রামে (Jhargram) সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, "ওরা (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার) ছোট ছোট ঘটনায় ইডি, সিবিআই-কে কাজে লাগায় ৷ কিন্তু, নিজেরা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করে ৷ সেই টাকা কোথা দিয়ে আসে ? সেই তথ্য তো কোনও দিনও সামনে আসে না ? ইডি, সিবিআই কি তার তদন্ত করে ? অর্পিতা (Arpita Mukherjee) বলে কে একটা মেয়ের বাড়িতে টাকা পেয়েছে ৷ আমি তাকে চিনি না ৷ তাকে গ্রেফতার করেছে ৷ সে ঠিক আছে ৷ সে তো করবেই ৷ কিন্তু, বিজেপি-এর নেতারা যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধে কি তদন্ত হবে ? তাদের দলের (বিজেপি-এর) নেতাদের দলিল কারও বাড়ি থেকে উদ্ধার হয় ৷ তাহলে তাঁদের কেন গ্রেফতার করা হয় না ?"
প্রসঙ্গত, সম্প্রতি দিলীপ ঘোষের একটি সম্পত্তির দলিল উদ্ধার করা হয় প্রসন্ন রায়ের (Prasanna Roy) বাড়ি থেকে ৷ এই প্রসন্ন রায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে দাবি সূত্রের ৷ ইতিমধ্যেই প্রসন্নকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হয়েছেন পার্থ এবং তাঁর এক 'ঘনিষ্ঠ' অর্পিতাও ৷ এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) ধৃত প্রসন্ন রায়ের সঙ্গে যে দিলীপ ঘোষের যোগাযোগ ছিল, তা দলিল উদ্ধারের ঘটনা থেকেই প্রমাণিত ৷ তাহলে কেন দিলীপ ঘোষকে গ্রেফতার করা হবে না ? এবার কার্যত একই দাবি তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷
আরও পড়ুন:'কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি, দম থাকলে সিআইডি তদন্ত করাক', তোপ দিলীপের