পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Slams Modi: এবার কি পায়ে ধরতে হবে, একশো দিনের কাজের টাকা নিয়ে মোদিকে তোপ মমতার - জিএসটি

মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিন (Birsa Munda Birthday) ৷ সেই উপলক্ষ্যে এদিন ঝাড়গ্রামে রাজ্য সরকারের তরফে অনুষ্ঠান হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি আরও একবার একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷

Mamata Banerjee Slams PM Narendra Modi on MNREGS Issue
Mamata Slams Modi: এবার কি পায়ে ধরতে হবে, একশো দিনের কাজের টাকা নিয়ে মোদিকে তোপ মমতার

By

Published : Nov 15, 2022, 3:23 PM IST

Updated : Nov 15, 2022, 3:53 PM IST

ঝাড়গ্রাম, 15 নভেম্বর: একশো দিনের কাজের (MNREGS) টাকা নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ মঙ্গলবার ঝাড়গ্রামে বীরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে মমতা জানিয়েছেন, একশো দিনের কাজের টাকার দাবিতে তিনি গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেছিলেন ৷ এর পরই তাঁর প্রশ্ন, ‘‘এবার কি পায়ে ধরতে হবে ?’’

প্রসঙ্গত, একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে গত কয়েকমাস ধরে বিতর্ক চলছে ৷ কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বলেও অভিযোগ উঠছে ৷ এই নিয়ে এর আগেও একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার আরও একবার তিনি এই নিয়ে সরব হলেন ৷

তাঁর কথায়, ‘‘100 দিনের কাজের টাকা সাংবিধানিক অধিকার ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি ৷ এবার কি পায়ে ধরতে হবে ? আমাদের টাকা আমাদের দিতে হবে ৷ না হলে গদি ছাড়তে হবে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর 2021 সালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দু’বার বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ দু’বারই তাঁর বৈঠক হয়েছে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ এই বৈঠকগুলিতেই মুখ্য়মন্ত্রী বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে ৷ এদিন সেই কথাই তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এছাড়া এদিন জিএসটি (GST) ইস্যুও তুলেছেন ৷ তাঁর দাবি, আগে রাজ্য সরকারগুলি কর নিত ৷ কিন্তু সেই ব্যবস্থা সরলীকরণ করার জন্য জিএসটি চালু হয় ৷ সেই টাকা কেন্দ্র নিয়ে যায় ৷ কিন্তু রাজ্যগুলিকে তাদের প্রাপ্য দেয় না ৷ এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘কেন্দ্র আমাদের থেকে টাকা জিএসটির নামে নিয়ে যায় ৷ সেই টাকা থেকে 100 দিনের টাকা দেয় ৷ 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে না ৷ কেন্দ্র এটা দয়া করে দিচ্ছে, তা নয় ৷’’

আর টাকা না দেওয়ার জন্য তিনি কাঠগড়ায় তোলেন বঙ্গ বিজেপির (BJP) নেতাদেরই ৷ বিজেপির নেতারা বাংলাকে টাকা না দেওয়ার জন্য দিল্লিতে দরবার করছে বলেও তিনি অভিযোগ করেন ৷

আরও পড়ুন:হচ্ছেটা কি! এইরকম গণতন্ত্র ছিল না তো আমাদের, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Last Updated : Nov 15, 2022, 3:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details