পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা - রাজ্যে জাতির মধ্যে অশান্তি করতে

কুড়মি বিক্ষোভ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সঙ্গে, তাঁর স্পষ্ট অভিযোগ কুড়মি আন্দোলনের নামে আদতে রাজ্যে জাতির মধ্যে অশান্তি করতে চাইছে বিজেপি ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : May 27, 2023, 5:14 PM IST

Updated : May 27, 2023, 6:24 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

শালবনি, 27 মে:কুড়মিদের বিক্ষোভ নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুক্রবার কুড়মি অসন্তোষে ভাঙচুর চালানো হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ের গাড়িতে ৷ ভেঙে ফেলা হয় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির সামনের কাচও ৷ আর সেই প্রসঙ্গ তুলে শালবনিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকেই নিশানা করলেন ৷ তাঁর সাফ বক্তব্য, এই ঘটনার পিছনে কুড়মিরা নয়, বরং বিজেপিই এর পিছনে মদত দিয়েছে ৷ বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আদিবাসী মেয়েদের গায়েও হাত দিয়েছে ৷ মণিপুরের মতোই বিজেপি রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চাইছে বলেও সরাসরি এদিন অভিয়োগ করেন মুখ্যমন্ত্রী ৷ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "জাতি দাঙ্গা এখানে করতে দেব না ৷ রক্ত সহ্য করব না ৷"

শুক্রবার আচমকাই গড় শালবনিতে অভিষেকের কনভয় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন কুড়মি আদিবাসী সমাজের কর্মী-সমর্থকরা ৷ তবে ওইদিন প্রথম নয়, এর আগেও বাঁকুড়া, পুরুলিয়া নবজোয়ার কর্মসূচিতেও কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেকের কনভয় ৷ তবে কনভয়ের গাড়িতে হামলার ঘটনা এই প্রথম ৷ খোদ অভিষেক রাতে লোধাশুলি থেকে অভিযোগ করেন, ব্য়াপক ভাঙচুর চালানো হয়েছে তাঁর কনভয়ের গাড়িতে ৷ আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও ৷ এরসঙ্গেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক ৷ আর এদিন শালবনিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানান, কুড়মিরা নয়, আদতে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বিজেপি ৷

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি কুড়মি নেতার

তিনি বলেন, "এত বড় সাহস, বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ অভিষেককে আক্রমণের চেষ্টা করেছে ৷" এর সঙ্গেই তিনি বলেন, "কুড়মিদের নামে বিজেপি এই কাজ করেছে ৷ আদিবাসী মেয়েদের গায়ে হাত দিয়েছে ! মণিপুরের মতো বাংলায় জাতি হিংসা ছড়াতে চায় বিজেপি ৷ এখন আদিবাসী আর কুড়মিদের মধ্য়ে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বিজেপি ৷ যারা জাতি হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তারা মনে রাখুন, বিভেদের রাজনীতি আমি সহ্য করব না ৷"

Last Updated : May 27, 2023, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details