কলকাতা, 6 অগস্ট :লোকসভা নির্বাচন তাঁকে হতাশ করেছিল ৷ কিন্তু বিধানসভা নির্বাচনে দুরন্ত কামব্যাক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি ৷ তবে নির্বাচনের পর জঙ্গলমহলের মাটিতে আর পা দেওয়া হয়নি মমতার ৷ তাই জঙ্গলমহলবাসীকে ধন্যবাদ জানাতে আগামী সোমবারই ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি ৷ সূত্রের খবর, শুধুমাত্র নির্বাচনে সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন নয়, মমতার এবারের সফরের অন্য উদ্দেশ্য হল, বন্যা বিধ্বস্ত ঘাটালের মানুষের পাশে দাঁড়ানো ৷ নবান্ন সূত্রে অন্তত এমনই আভাস মিলেছে ৷
আরও পড়ুন :Mamata Banerjee : হাঁটু জলে দাঁড়িয়ে বন্যা কবলিত মানুষের খোঁজ নিলেন মমতা
আগামী 9 অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি ৷ পাশাপাশি, ওই দিনটিতেই পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস ৷ সূত্রের খবর, দু’টি অনুষ্ঠানই একসঙ্গে ঝাড়গ্রামে পালন করবেন মুখ্যমন্ত্রী ৷ আর এই উপলক্ষেই সোমবার দু’দিনের জেলা সফরে যাচ্ছেন তিনি ৷ এই সফরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও ঝাড়গ্রামের প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার ৷ নির্বাচন ও করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি প্রকল্পগুলি দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি ৷