ঝাড়গ্রাম, 9 অগস্ট: বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার ঝাড়গ্রাম শহরের স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য 33টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ যে জন্য ব্যয় হয়েছে 57.57 কোটি টাকা এবং আরও 19টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ৷ যার জন্য ব্যয় হতে চলেছে 158.49 কোটি টাকা ।
এ দিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার জন্য যে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন...
1. ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় চারতলা বিশিষ্ট মোট 6টি সরকারি আবাসনের উদ্বোধন । মোট 72টি পরিবার থাকতে পারবে সেখানে । খরচ হয়েছে 14 কোটি 44 লক্ষ 63 হাজার টাকা ।
2. জেলায় একগুচ্ছ রাস্তা ও একাধিক গভীর নলকূপের উদ্বোধন ।
3. জেলায় 11টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন । খরচ হয়েছে 3 কোটি 54 লক্ষ 89 হাজার টাকা ।
4. নয়াগ্রাম ও গোপীবল্লভপুর-2 ব্লকে পাঁচটি চেক ড্যামের উদ্বোধন । খরচ হয়েছে 2 কোটি 36 লক্ষ 14 হাজার টাকা ।
5. 100 শয্যার আদিবাসী হস্টেল । খরচ হয়েছে 2 কোটি 80 লক্ষ 90 হাজার টাকা ।
6. ঝাড়গ্রাম থেকে সেবায়তন, বৈতা হয়ে ধেড়ুয়া পর্যন্ত 15 কিমি রাস্তার চওড়া ও সংস্কার । খরচ হতে পারে 41 কোটি 72 লক্ষ টাকা ।
7.হাতিগেড়িয়া-কুলিটিকরি-রোহিণী-রগড়া রাস্তাটি 25 কিমি তৈরি হবে । খরচ হবে 32 কোটি 55 লক্ষ টাকা ।
8. তারাফেনি নদীর উপর সেতু তৈরি হবে । খরচ হতে পারে 21 কোটি টাকা ।
9. ঝাড়গ্রাম জেলায় 47টি চেক ড্যাম তৈরি হবে । খরচ হবে 22 কোটি 41 লক্ষ টাকা ।
10. বেলপাহাড়ি, ভাঙাগড়, চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ভবন নির্মাণ । খরচ হতে পারে প্রায় 1 কোটি 98 লক্ষ টাকা ।
আরও পড়ুন:'বিজেপি কুইট ইন্ডিয়া', ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে 'কেন্দ্রের বঞ্চনা' নিয়ে সরব মমতা
ঝাড়গ্রাম জেলার পাশাপাশি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের আরও 13টি জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আলিপুরদুয়ার জেলায় 92টি প্রকল্পের উদ্বোধন করা হয়, যার জন্য ব্যয় হয়েছে 61 কোটি 2 লক্ষ টাকা এবং 64 টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি । যার জন্য ব্যয় হতে চলেছে 210 কোটি 59 লক্ষ টাকা । জলপাইগুড়ি জেলায় 36টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হয়েছে 9 কোটি 72 লক্ষ টাকা এবং 25টি প্রকল্পের শিলান্যাস করেন । যার জন্য ব্যয় হতে চলেছে 218 কোটি 5 লক্ষ টাকা । উত্তর দিনাজপুর জেলায় 11টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হয়েছে 12 কোটি 25 লক্ষ টাকা এবং 15টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হতে চলেছে 148 কোটি 50 লক্ষ টাকা ।
দক্ষিণ দিনাজপুর জেলায় 25টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি । যার জন্য ব্যয় হয়েছে 30 কোটি 2 লক্ষ টাকা এবং 9টি প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য ব্যয় হতে চলেছে 10 কোটি 4 লক্ষ টাকা । মালদা জেলায় 17টি প্রকল্পের উদ্বোধন করা হয় যার জন্য ব্যয় হয়েছে 26 কোটি 2 লক্ষ টাকা এবং আটটি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । যার জন্য ব্যয় হতে চলেছে 64 কোটি 94 লক্ষ টাকা । বাঁকুড়া জেলায় 6টি প্রকল্পের উদ্বোধন করেন, যার জন্য ব্যয় হয়েছে 2 কোটি 60 লক্ষ টাকা । পুরুলিয়া জেলায় 50টি প্রকল্পের উদ্বোধন করেন । যার জন্য ব্যয় হয়েছে 12কোটি 74 লক্ষ টাকা এবং 10টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, যার জন্য ব্যয় হতে চলেছে 3 কোটি 44 লক্ষ টাকা । বীরভূম ,পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ।
এ দিন মুখ্যমন্ত্রী সারা রাজ্যে 437টি প্রকল্পের উদ্বোধন করেন, যার জন্য ব্যয় হয়েছে 350 কোটি 48 লক্ষ টাকা এবং 246টি প্রকল্পের শিলান্যাস করেন, যার জন্য ব্যয় হতে চলেছে 1099 কোটি 84 লক্ষ টাকা ।