ঝাড়গ্রাম, 18 মে : ‘‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক ছড়ানো হচ্ছে । নিজের হাতে একটা পোস্টার লিখল, আবার সেটার ছবি তুলে সেটাকে বিক্রি করল । এইভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে ।’’ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ একইসঙ্গে মাওবাদী আতঙ্ক কমাতে পুলিশকে সোশ্যাল মিডিয়ায় নজর রাখার নির্দেশও দিলেন তিনি (Mamata Banerjee directs Police to keep an eye on Social Media) ।
গত কয়েকমাস ধরেই ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হয় একের পর এক মাওবাদী নামাঙ্কিত পোস্টার । গোটা জঙ্গলমহল জুড়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । 15 দিনের হাই অ্যালার্ট জারি করা হয় । সে সময় তৃণমূল নেতাদের সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এদিনের বৈঠকে পুলিশ সুপার ও জেলাশাসক জানান, ঝাড়গ্রামে এইরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি । একই সঙ্গে এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে ৷