পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hanging Bodies Recovered: নাবালিকা অপহরণের ঘটনায় জেলেবন্দি মা, ছেলে ও প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার

নাবালিকাকে নিয়ে পালিয়ে ছিলেন যুবক ৷ থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার ৷ অপহরণের মামলা রুজু হয় ৷ ঘটনায় যুবকের মাকে গ্রেফতার করে পুলিশ ৷ আদালত 14 দিনের জেল হেফাজত দেন মহিলাকে ৷ আজ দেহ মিলল ওই মহিলার ছেলে ও তার নাবালিক প্রেমিকার (Hanging Bodies Recovered) ৷

যুগলের দেহ ঝুলন্ত উদ্ধার ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Dec 19, 2022, 9:00 PM IST

ঝাড়গ্রাম, 19 ডিসেম্বর: সোমবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে যুগলের (Lovers hanging bodies Recovered from tree) ৷ প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার অন্তর্গত খড়িকামাথানি এলাকায় ।

মৃত যুবকের নাম সঞ্জয় মল্লিক ৷ তাঁর বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত কুস্তরিয়া গ্রামে। জানা গিয়েছে, সঞ্জয়ের হাত ধরে ওই নাবালিকা প্রেমিকা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল । এই ঘটনার পরই নাবালিকা পরিবারের পক্ষ থেকে গত 14 ডিসেম্বর সাঁকরাইল থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ নাবালিকা অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷

সঞ্জয়ের বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে না-পেয়ে তাঁর মা টুনু মল্লিককে গত শনিবার সকালে গ্রেফতার করে । সেদিন ঝাড়গ্রাম আদালতে টুনুকে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । কিন্তু পুলিশ তারপর তাঁকে রবিবারই ফের আদালতে পেশ করে ৷ বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

আর এরপরেই নাবালিকা অপহরণের ঘটনায় একদিকে মা যখন জেলবন্দি, ঠিক সেই সময় ওই নাবালিকা প্রেমিকার সঙ্গে আত্মঘাতী হলেন ওই যুবক ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । এদিন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন জঙ্গলে একটি গাছের মধ্যে ওড়নার সাহায্যে দু'জন একসঙ্গে গলায় দড়ি দেয় ৷ সেই অবস্থায় তাদের দেখতে পায় স্থানীয় মানুষজন । বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় নয়াগ্রাম থানার পুলিশ ।

আরও পড়ুন:শিশু উদ্যান থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

জানা গিয়েছে, ঘটনাস্থলে পড়ে ছিল সিঁন্দুরের কৌটো । স্থানীয় গ্রামবাসীদের দাবি, রবিবার খড়িকামাথানি এলাকায় বাড়ি ভাড়ার সন্ধান করছিল তারা । মানসিক অবসাদের জেরে নিজেরাই জঙ্গলের মধ্যে বিয়ে সম্পন্ন করে আত্মঘাতী হয়েছে। নয়াগ্রাম থানার পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে । ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details