পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

India Book of Records 2021 : 100 দেশের রাজধানীর নাম বলে রেকর্ড ছোট্ট সংস্থিতার - বেলপাহাড়ি

মাত্র 2 মিনিট 27 সেকেন্ডে 100 টি দেশের রাজধানীর নাম বলে রেকর্ড গড়ল বেলপাহাড়ির সংস্থিতা মাহাত ৷ আপাতত বাবা-মায়ের সঙ্গে ঝাড়গ্রাম শহরে থাকে সে ৷ ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম উঠেছে তার ৷

little girl from belpahari secured place in India Book of Records 2021
India Book of Records 2021 : 100 দেশের রাজধানীর নাম বলে রেকর্ড ছোট্ট সংস্থিতার

By

Published : Oct 23, 2021, 3:53 PM IST

ঝাড়গ্রাম, 23 অক্টোবর :মাত্র 3 বছর 11 মাস বয়সে 100 টি দেশের নাম শুনে তাদের রাজধানীর নাম বলে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ (India Book of Records 2021) নাম তুলল বেলপাহাড়ির সংস্থিতা মাহাত ৷ এর জন্য সংস্থিতার সময় লেগেছে মাত্র 2 মিনিট 27 সেকেন্ড ৷ সেই ভিডিয়ো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ ই-মেল করে পাঠান সংস্থিতার বাবা সত্যজিৎ মাহাত ৷ তারপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁদের ছোট্ট মেয়ে নতুন রেকর্ড তৈরি করেছে ৷ আর সেই কারণেই সে জায়গা করে নিয়েছে জাতীয় স্তরের এই রেকর্ড বইয়ে ৷

আরও পড়ুন :Jhargram : বানরের ভয়ে আতঙ্কিত ঝাড়গ্রামে বালিভাষা-সহ বিভিন্ন এলাকা

সংস্থিতার বাবা সত্যজিৎ মাহাত গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী ৷ আর তার মা ঝুমা পাইন মাহাত বেলপাহাড়ির ডাইনমারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ৷ বর্তমানে এই পরিবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা ৷

ঝুমা জানিয়েছেন, ‘‘আমার স্বামী স্বাস্থ্যকর্মী ৷ তাই প্রতিদিনই সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান ৷ ফেরেন সন্ধ্যায় ৷ এদিকে, লকডাউনের জেরে আমি আর মেয়ে সর্বক্ষণ গৃহবন্দি ৷ বাড়ির কাজকর্ম করার সময় মেয়েকে আমি মুখে মুখে ছড়া শোনাই ৷ নানা ধরনের জিনিস মুখে বলি আর ও শোনে ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার পদে পরীক্ষার প্রস্তুতির জন্য আমি এ বছরের প্রথম দিকে বিভিন্ন দেশ ও তাদের রাজধানীর নাম খাতায় লিখে মুখস্থ করছিলাম ৷ সেই সময় মেয়ে আমার পাশেই বসে থাকত ৷ একদিন দেখি ও নিজেই সমস্ত দেশের রাজধানীর নাম বলছে ৷ ও শুধু আমার মুখে শুনেই সবটা মুখস্থ করে ফেলেছিল ৷ মাত্র তিনদিনে 100 টি দেশ ও তাদের রাজধানীর নাম মুখস্থ করেছিল ৷’’

মাত্র তিনদিনে 100 টি দেশ ও তাদের রাজধানীর নাম মুখস্থ করেছিল সংস্থিতা ৷

আরও পড়ুন :Leopard: ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের খোঁজ মিলল শালবনে

সংস্থিতার বাবা সত্যজিৎ মাহাত বলেন, ‘‘মেয়ে নিজে থেকেই 100 টি দেশ ও তাদের রাজধানীর নাম মুখস্থ করে ফেলায় আমি ওর একটা ভিডিয়ো করি ৷ সময় লেগেছিল 2 মিনিট 27 সেকেন্ড ৷ গত 31 অগস্ট সেই ভিডিয়ো ই-মেল করেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষকে ৷ তারপর গত 11 সেপ্টেম্বর একটি ই-মেল আসে ৷ কর্তৃপক্ষ জানায়, আমার মেয়ের নাম রেকর্ড বুকে উঠছে ৷ এরপর বাড়িতে ক্যুরিয়ার করে মেডেল, শংসাপত্র, পেন, কার্ড পাঠানো হয় ৷ এইটুকু বয়সে ওর এমন সাফল্যে আমরা খুব খুশি ৷’’

ABOUT THE AUTHOR

...view details