ঝাড়গ্রাম, 7 অক্টোবর : ঝাড়গ্রাম চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে গেল চিতাবাঘ ৷ জানা গিয়েছে , বৃহস্পতিবার সন্ধ্যের পর হর্ষিনী নামের ওই চিতাবাঘটিকে আর খাঁচায় দেখতে পাওয়া যায়নি ৷ আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে চিড়িয়াখানা চত্বরে ৷ আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরেও ৷
Leopard : ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালাল চিতাবাঘ, আতঙ্ক শহরে - ঝাড়গ্রাম চিড়িয়াখানা
কীভাবে চিতাবাঘটি চিরিয়াখানা থেকে পালাল তা বুঝে উঠতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ । ইতিমধ্যেই চিতাবাঘের খোঁজে নেমেছে বন দফতর ।
আরও পড়ুন : Asansol Landslide : মাত্র 6 মাস আগে তৈরি সেতুর রাস্তায় ধস, বিচ্ছিন্ন আসানসোলের কাল্লা
তবে কীভাবে চিতাবাঘটি চিড়িয়াখানা থেকে পালাল তা বুঝে উঠতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ । ইতিমধ্যেই চিতাবাঘের খোঁজে নেমেছে বন দফতর । স্থানীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে মাইকিং শুরু করেছে পুলিশ । এই চিড়িয়াখানাটি ঝাড়গ্রাম শহর লাগোয়া হওয়ায়, এই খবরে আতঙ্কিত শহরবাসী । চিতাবাঘটি যাতে লোকালয়ে ঢুকে কোনও উপদ্রব করতে না পারে তার জন্য দ্রুত প্রাণীটিকে খুঁজে বের করতে চাইছে বন দফতর ৷