ঝাড়গ্রাম, 7 এপ্রিল : আগামিকাল বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ তার 24 ঘণ্টা আগে বেলপাহাড়ির জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার হল ল্যান্ডমাইন ৷ যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে (Landmine recover in Jhargram 24 hours before Strike) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের ওদোলচুয়া, বালিচুয়া পেরিয়ে জমাইমারি যাওয়ার রাস্তায় পড়ে লবনী গ্রাম । লবনী গ্রামে রয়েছে 184 সিআরপিএফ-এর ক্যাম্প । সেখানেই বৃহস্পতিবার সকালে রাস্তায় পোঁতা একটি ল্যান্ডমাইন দেখা যায় । তারপরেই ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ, সিআরপিএফ এবং বোম স্কোয়াড গিয়ে ল্যান্ডমাইনটিকে নিষ্ক্রিয় করে ।