ঝাড়গ্রাম, 27 অক্টোবর:লক্ষ্মীদেবী এই গ্রামে একা আসেন না ৷ তাঁর সঙ্গে থাকেন দেবী সরস্বতীও ৷ কোজাগরী পূর্ণিমায় ধনদেবী লক্ষ্মীর সঙ্গে জ্ঞানের দেবী সরস্বতীরও আরাধনা করা হয় । ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের হাড়দা গ্রাম পঞ্চায়েতের হাড়দা গ্রামে সাহা ও মণ্ডল পরিবারের উদ্যোগে এই পুজো হয়ে আসছে । 161 বছর ধরে পূর্বপুরুষের হাত দিয়ে শুরু হওয়া পুজো আজও ঐতিহ্যের সঙ্গে অটুট রয়েছে । কেবলমাত্র পুজো বললে ভুল হবে, দুর্গাপুজোর থেকেও এই লক্ষ্মী-সরস্বতীর পুজোয় বেশি আনন্দে মেতে ওঠেন এই গ্রামের মানুষরা । পাঁচদিন ধরে চলা এই পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷
250 থেকে 300 কুইন্টালেরও বেশি জিলিপি বিক্রি হয় এই লক্ষ্মীপুজোয় । পুজো উদ্যোক্তাদের মধ্যে মুরলিমোহন মণ্ডল, ভুবন মণ্ডলরা বলেন,"বিষ্ণুপুরাণ মতে নারায়ণের দুই স্ত্রী ৷ লক্ষ্মী ও সরস্বতী ৷ তাই আমরা একজনকে ছেড়ে কীভাবে আরেকজনের পুজো করতে পারি । সেই জন্যই আমাদের পূর্বপুরুষের শুরু করা পুজো লক্ষ্মী-সরস্বতীকে একসঙ্গে পুজো আজও আমরা করে চলেছি । এই বছর আমাদের পুজো 161-তম বর্ষে পদার্পণ করেছে । পুজোকে কেন্দ্র করে আমরা আনন্দে মেতে উঠি । আমাদের বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনরা আসেন পাঁচদিন ধরে বাড়িতে থাকেন জমিয়ে খাওয়া দাওয়া এবং পুজোর আনন্দ উপভোগ করে আমরা সবাই মিলে । পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে চলে নামীদামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা ।"