ঝাড়গ্রাম, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ দেখতে চলেছে জঙ্গলমহল। সেই ইঙ্গিত দিয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করতে চলেছে কুড়মিরা। কুড়মিদের ভোটের গুরুত্ব বোঝানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংগঠনের সম্মিলিত কমিটি ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। শুক্রবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতারা এ কথা ঘোষণা করেন ৷ জঙ্গলমহলে কুড়মি গ্রামগুলিতে সমাজের উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন তারা।
ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির মুখপাত্র অশোক মাহাতো বলেন, "কুড়মি জনজাতির আন্দোলনকারীদের গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছে। তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকার যাতে সিআরআই জাস্টিফিকেশন ও কমেন্টস পাঠায় সেই দাবিও আমরা করেছি । কুড়মি জনজাতির সাংবিধানিক অধিকার আন্দোলনকে কেন্দ্র করে একটি বিশেষ জনজাতি গোষ্ঠী লাগাতার কর্মসূচি করছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী পঞ্চায়েত নির্বাচনে ওই বিশেষ জনজাতির কোনও প্রার্থীকে আমরা ভোট দেব না।"