পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: নয়া সমীকরণ! পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা কুড়মিদের - পঞ্চায়েত নির্বাচনে

জঙ্গলমহলে কুড়মি গ্রামগুলিতে সমাজের উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবে কুড়মিরা। গতকালই ঝাড়গ্রামে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব জানিয়ে দিলেন ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 10, 2023, 10:26 AM IST

ঝাড়গ্রাম, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ দেখতে চলেছে জঙ্গলমহল। সেই ইঙ্গিত দিয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করতে চলেছে কুড়মিরা। কুড়মিদের ভোটের গুরুত্ব বোঝানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংগঠনের সম্মিলিত কমিটি ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। শুক্রবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতারা এ কথা ঘোষণা করেন ৷ জঙ্গলমহলে কুড়মি গ্রামগুলিতে সমাজের উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন তারা।

ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির মুখপাত্র অশোক মাহাতো বলেন, "কুড়মি জনজাতির আন্দোলনকারীদের গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছে। তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকার যাতে সিআরআই জাস্টিফিকেশন ও কমেন্টস পাঠায় সেই দাবিও আমরা করেছি । কুড়মি জনজাতির সাংবিধানিক অধিকার আন্দোলনকে কেন্দ্র করে একটি বিশেষ জনজাতি গোষ্ঠী লাগাতার কর্মসূচি করছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী পঞ্চায়েত নির্বাচনে ওই বিশেষ জনজাতির কোনও প্রার্থীকে আমরা ভোট দেব না।"

তিনি আরও বলেন, "তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুড়মি জনজাতির মানুষজন তৃণমূলকে ভোট দেয় না। তাই যে সমস্ত এলাকায় কুড়মি জনজাতি মানুষের বসতি আছে নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে তারা ভোটে অংশগ্রহণ করবে। আগামিদিনের আন্দোলনের জন্য 11 জুন থেকে আমরা অর্থ সংগ্রহ শুরু করব।"

আরও পড়ুন:পঞ্চায়েতে প্রার্থী হতে পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের নাম গ্রামীণ ভোটার তালিকায়, ক্ষোভ তৃণমূলেই

এসটির দাবিতে রাজ্য সরকারের কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশন পাঠানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার আন্দোলন ঘোষণা করেছে কুড়মিরা। এবার সরাসরি পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণা করা হল। পঞ্চায়েত নির্বাচনে কুড়মিদের ভোট কোন পক্ষে যাবে সেই প্রসঙ্গে অশোক মাহাতো বলেন, "আমাদের ভোটের মর্যাদা সুরক্ষিত রাখার জন্য এই উদ্যোগ। আর তাই আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের বসতিপূর্ণ এলাকার মানুষরা নিজেদের প্রার্থী ঠিক করে তাকেই নির্বাচিত করবেন।"

ABOUT THE AUTHOR

...view details