পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhargram Municipality : দুই মহিলার কাঁধেই ঝাড়গ্রাম পৌরসভার গুরুদায়িত্ব - Kabita Ghosh becomes chairperson of Jhargram municipality

পুনরায় চেয়ারপার্সন হিসেবে কবিতা ঘোষেই আস্থা রাখল ঝাড়গ্রাম পৌরসভা (Kabita Ghosh becomes chairperson of Jhargram municipality) ৷

Jhargram Municipality
দুই মহিলার কাঁধেই ঝাড়গ্রাম পৌরসভার গুরুদায়িত্ব

By

Published : Mar 14, 2022, 11:07 PM IST

ঝাড়গ্রাম, 14 মার্চ :শীর্ষে দুই মহিলাতেই আস্থা রাখল ঝাড়গ্রাম পৌরসভা ৷ চেয়ারপার্সন হলেন 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কবিতা ঘোষ (Kabita Ghosh becomes chairperson of Jhargram municipality) ৷ তাঁর ডেপুটি অর্থাৎ ভাইস-চেয়ারপার্সনের দায়িত্বে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুখী সোরেন । কবিতা ঘোষ আগেও ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব সামলেছিলেন । ফলে অভিজ্ঞতায় ভর করেই পুনরায় পৌরসভার চেয়ারপার্সন পদে আসীন হলেন তিনি । অপরদিকে রাজনীতিতে নতুন হলেও সুখী সোরেনের পরিবারে আগাগোড়া রাজনৈতিক চর্চা থাকায় তিনি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন বলেই আশা ঝাড়গ্রাম তৃণমূল নেতৃত্বের।

এবারের পৌর নির্বাচনে 18 টি ওয়ার্ডের মধ্যে 16 টিতেই জয়লাভ করে বোর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস । পুনরায় চেয়ারপার্সনের দায়িত্ব পেয়ে কবিতা ঘোষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথাযথ পালন করার চেষ্টা করব । নিকাশি ব্যবস্থা নিয়ে শহরবাসীর যে অভিযোগ রয়েছে তা এবার সমাধান হবে । ইস্তেহার যা বলা হয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হবে ।

দুই মহিলার কাঁধেই ঝাড়গ্রাম পৌরসভার গুরুদায়িত্ব

আরও পড়ুন : আসানসোলে গড় রক্ষায় শুভেন্দুর মাস্টারস্ট্রোকেই ভরসা শীর্ষ নেতৃত্বের

ভাইস চেয়ারপার্সন হয়ে সুখী সোরেন বলেন, "আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাসম্ভব পালন করব এবং আমার ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো আগে সম্পূর্ণ করব । ভোটের আগে যেমন মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, তেমনই বাড়ি গিয়েই মানুষকে পরিষেবা দেব।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details