বিনপুর, 1 সেপ্টেম্বর : একটা সময় উপযুক্ত পরিকাঠামো ছিল না স্কুলে ৷ তাঁর হাত ধরেই স্কুলে আধুনিক পরিকাঠোমা এসেছে ৷ চালু হয়েছে স্মার্ট ক্লাস ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে সেই মৃন্ময় হোতাকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার ৷
শিক্ষারত্ন পাচ্ছেন ঝাড়গ্রামের মৃন্ময় হোতা - Government of West Bengal
দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠের শিক্ষক মৃন্ময় হোতা ৷ চলতি বছর শিক্ষারত্ন পাচ্ছেন তিনি ৷
অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1993 সালে জামবনির চিচিড়া হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন মৃন্ময়বাবু ৷ 2003 সালে ঝাড়গ্রাম ব্লকের মনটিপা মোহনপুর দেবী হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন ৷ এরপর 2010 সালে আসেন দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠে ৷ সেই সময় না থাকার তালিকাটা দীর্ঘ ছিল ৷ ছিল না পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষ, ছাত্রীনিবাস ৷ মৃন্ময়বাবুর উদ্যোগে স্কুলে নতুন শ্রেণিকক্ষ হয়েছে ৷ চালু হয়েছে গ্রন্থাগার, মাল্টি জিম ৷ জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজনেরও দায়িত্ব পেয়েছে দহিজুড়ির এই স্কুল ।
আর সেই মৃন্ময়বাবুকেই রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ৷ এই খবর পাওয়ার পর স্বভাবতই খুশি মৃন্ময়বাবু ৷ বলেন, "এটা আমার একার আনন্দের বিষয় নয় ৷ এতদিনের সকল ছাত্রছাত্রী, সহকর্মীকে এই সম্মানটা উৎসর্গ করতে চাই ৷"