ঝাড়গ্রাম, 20 অগস্ট:ভয়াবহ ঘটনার সাক্ষী ঝাড়গ্রাম (Horrific incident in Jhargram) ।পিসিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ভাইপো। মাস খানেক গা ঢাকা দিয়ে থাকার পর শেষমেশ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । সূত্রে খবর, অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করতে পুলিশকে সাহায্য করেছেন মা (Mother of the accused helped the cops to get him arrested ) ।
অভিযোগ, জুলাই মাসের 9 তারিখ রাতে পিসির ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ভাইপো। নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশী চলে আসায় পালিয়ে যায় অভিযুক্ত। পরদিনই ঝাড়গ্রাম মহিলা থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। শুরু হয় তদন্ত ।